ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘আইএস হামলা করেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে’

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ৩০ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আইএস হামলা করেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, গুলিস্তানে পুলিশের ওপর হামলা করা হয় শক্তিশালী বোমা দিয়ে। এ ঘটনা আইএস করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ককটেলটি সাধারণ কোনো ককটেল নয়, অনেক শক্তিশালী। ঘটনায় যে-ই জড়িত থাকুক, তাকে আইনের আওতায় আনা হবে। পুলিশের সঙ্গে ঘটনার তদন্ত করছে সরকারের অন্য সংস্থাগুলো। তবে এ মুহূর্তে কারা হামলা করেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

ডিএমপি কমিশনার বলেন, ‘ঘটনাটি নিয়ে ইসলামিক স্টেটের (আইএস) দায় স্বীকারের বিষয়টিও পরীক্ষা করা হচ্ছে। অন্য কেউ আইএসের নাম দিয়ে প্রচার চালাচ্ছে কি-না, তাও দেখা হচ্ছে। বৈশ্বিক যে উগ্রবাদের প্রভাব আছে সারা বিশ্বে, বাংলাদেশও তার বাইরে নয়। তবে সংঘবদ্ধ বা বড় ধরনের নাশকতা করার ক্ষমতা তাদের নেই। ২০১৬ সালে হলি আর্টিজান হামলার পর তাদের বিধ্বস্ত করা হয়েছে।’

উল্লেখ্য, সোমবার রাতে গুলিস্তানে ককটেল বিস্ফোরণে আহত হন ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম (৩৭), লিটন চৌধুরী (৪০) এবং কমিউনিটি পুলিশের সদস্য মো. আশিক (২৬)। রাতেই তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের দেখতে মঙ্গলবার ঢাকা মেডিক্যালে যান পুলিশ কমিশনার।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ এপ্রিল ২০১৯/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়