ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

জয়ে শুরু চিটাগং মাস্টার্সের

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ২৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জয়ে শুরু চিটাগং মাস্টার্সের

ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন চিটাগং মাস্টার্সের আজম ইকবাল (ছবি : আব্দুল্লাহ আল মামুন)

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভালের প্রথম দিন শেষ হলো। উদ্বোধনী দিনে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে ৪৫ রানে জয় পায় একমি রাজশাহী মাস্টার্স। আর পরের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন টাইটান্স খুলনা মাস্টার্সকে ৫ উইকেটে হারায় ইস্পাহানি চিটাগং মাস্টার্স।

শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে খুলনা মাস্টার্স। দলীয় ৩০ রানে প্রথম উইকেট হারায় তারা। আউট হয়ে ফিরে যান জামালউদ্দিন আহমেদ বাবু। এরপর ৬৭ রান পর্যন্ত দলীয় স্কোরকে টেনে নিয়ে যান নিয়াজ মোর্শেদ পল্টু ও হারুনুর রশিদ লিটন।

এরপর দ্রুত তিনটি উইকেট হারায় খুলনা। ৬৭ রানে দ্বিতীয়, ৭১ রানে তৃতীয়, ৭২ রানে চতুর্থ ও পঞ্চম উইকেট হারায় খুলনা। তাতে তাদের রানের চাকা থেমে যায়। তাতে বড় সংগ্রহ পায়নি তারা। ব্যাট হাতে নিয়াজ মোর্শেদ পল্টু সর্বোচ্চ ৩০ রান করেন। 



বল হাতে ইস্পানি চিটাগং মাস্টার্সের মোবালিগ জেমস ৪টি উইকেট নেন। ২টি উইকেট নেন সাইফুল খান জেম।

৯১ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দেখে-শুনে করে চিটাগং। এরপর দ্রুত কয়েকটি উইকেট হারায় তারা। এক সময় ৩৭ রানে ৩ উইকেট হারালেও জয় পেতে কষ্ট হয়নি তাদের। ১০.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে ইস্পাহানি চিটাগং মাস্টার্স। চিটাগংয়ের জয়ে ব্যাট হাতে প্রায় সবাই অবদান রেখেছেন। 



তার মধ্যেও র্সবোচ্চ ১৯ রান করেন আজম ইকবাল। ১৭ রান আসে একেএম আহসান উল্লাহ হাসানের ব্যাট থেকে। বল হাতে খুলনা মাস্টার্সের মুরাদ খান ২ ওভার বল করে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন। ১টি উইকেট নেন শফিউদ্দিন আহমেদ বাবু। 

অনেকটা নাটকীয় এই ম্যাচে ব্যাট হাতে দলের জয় নিশ্চিত করা আজম ইকবাল হয়েছেন ম্যাচসেরা। তার হাতে পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিলটন আহমেদ ও জেমকন গ্রুপের চিফ হিউম্যান অফিসার সাঈদ আহমেদ। 
 

টাইটান্স খুলনা মাস্টার্সের একাদশ :
নাসির আহমেদ নাসু, হাবিবুল বাশার সুমন, মো. হারুনুর রশিদ লিটন, মো. সেলিম, জামালউদ্দিন আহমেদ বাবু, মো. হাসানুজ্জামান ঝরু, নিয়াজ মোর্শেদ পল্টু, শফিউদ্দিন আহমেদ বাবু, মো. মুরাদ খান, তারেকুল ইসলাম, আমিরুজ্জামান বাবু ও সঞ্জয় চক্রবর্তী।

ইস্পাহানি চিটাগং মাস্টার্সের একাদশ :
আজম ইকবাল, তারেক আজিজ খান, একেএম আহসানুল্লাহ হাসান, শাহনেওয়াজ কবির শুভ্র, সাইফুল্লাহ খান জেম, সাইফুল ইসলাম খান, মুশফিকুর রহমান বাবু, যুবায়ের মোহাম্মদ ইসতিয়াক, মোবালিগ জেমস, সুব্রত ও ওয়াসেল উদ্দিন আহমেদ।
 





রাইজিংবিডি/কক্সবাজার/২৬ জুলাই ২০১৭/আমিনুল/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়