ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আত্মবিশ্বাসের জন্য জিততে চাইবে টাইগাররা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ২৩ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আত্মবিশ্বাসের জন্য জিততে চাইবে টাইগাররা

ক্রীড়া ডেস্ক : ওয়ালটন ত্রিদেশীয় সিরিজের নিষ্পত্তি হয়ে গেছে গত রোববার। স্বাগতিক আয়ারল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে নিউজিল্যান্ড শিরোপা জিতে নিয়েছে। শেষটা নিয়ম রক্ষার ম্যাচ হলেও চ্যাম্পিয়নস ট্রফিতে আত্মবিশ্বাসের জন্য আগামীকাল কিউইদের বিপক্ষে জিততে চাইবে বাংলাদেশ দল।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম তিন ম্যাচে জিতে শিরোপা নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাওয়ার আগে কাল বাংলাদেশের বিপক্ষেও জিতে আত্মবিশ্বাস ধরে রাখতে চাইবে তারা।

আইপিএল শেষ হওয়ায় কোরি অ্যান্ডারসন, ম্যাট হেনিরি এবং অ্যাডাম মিলনের মতো খেলোয়াড়রা কিউই শিবিরে ফিরেছেন। তাই ডাবলিনে বাংলাদেশর বিপক্ষে কালও ছন্দে থাকতে চাইবে দলটি।

অন্যদিকে ইংল্যান্ডে যাওয়ার আগে শেষ ম্যাচে জিতে আত্মবিশ্বাস ফিরে পেতে চাইবে বাংলাদেশ। গত বছরের ডিসেম্বরের পর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ চারটি ওয়ানডের একটিতেও জয় পায়নি টাইগাররা। আগামী মাসে চ্যাম্পিয়নস ট্রফিতে একই গ্রুপে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তাই মর্যাদারও ওই টুর্নামেন্ট শুরুর আগে কাল কিউেইদের হারিয়ে আত্মবিশ্বাসের রসদ যোগাড় করতে চাইবে মাশরাফি-সাকিব-মুশফিকরাও।

ত্রিদেশীয় সিরিজে রানার্সআপ হয়েই ফিরতে হচ্ছে বাংলাদেশকে। আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটি এক প্রকার আনুষ্ঠানিকতা হলেও এক দিক থেকে এর গুরুত্ব রয়েছে। ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে এ ম্যাচে হারাতে পারলে রেটিং পয়েন্ট বাড়বে বাংলাদেশের।

নিউজিল্যান্ডকে হারাতে পারলে ২ রেটিং পয়েন্ট বাড়বে বাংলাদেশের। র‌্যাঙ্কিংয়ে সাতে থাকলেও রেটিং পয়েন্টের দিক দিয়ে শ্রীলঙ্কাকে ছুঁয়ে ফেলবে মাশরাফি বাহিনী। পাশাপাশি আটে থাকা পাকিস্তানের বিপক্ষেও রেটিং পয়েন্টের ব্যবধান বাড়বে টাইগারদের। ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশ নিতে হলে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে আটে থাকতে বাংলাদেশকে।



রাইজিংবিডি/ঢাকা/২৩ মে ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়