ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৬ ওভারে ৯৬ রান, ম্যাচ হেরেছি ওখানেই: মাশরাফি

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫২, ২০ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৬ ওভারে ৯৬ রান, ম্যাচ হেরেছি ওখানেই: মাশরাফি

নটিংহ্যাম থেকে ক্রীড়া প্রতিবেদক: ৪০ থেকে ৪৬ ওভারে বেহিসেবী রান খরচ করায় অস্ট্রেলিয়ার বিপক্ষে লক্ষ্য নাগালের বাইরে চলে যায় বলে মন্তব্য করেছেন মাশরাফি বিন মুর্তজা।

৬ ওভারে বাংলাদেশ খরচ করেছে ৯৬ রান। এ সময়ে সৌম্য সবথেকে কম ১২ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।  রুবেল ২ ওভারে দিয়েছেন ৩৮।  সাকিব ১৩, মাশরাফি ১৪ ও মুস্তাফিজ ১৯ রান দেন। ওই গুরুত্বপূর্ণ সময়কে ম্যাচের টার্নিং পয়েন্ট মনে করছেন অধিনায়ক মাশরাফি,‘আমরা ৪০ ওভার পর্যন্ত ঠিক ছিলাম। যদিও ওদের উইকেট পরেনি।  ওইখানে যদি আমরা ৭-৮ করেও দিতে পারতাম উপকৃত হতাম। ওইখানে একটা সেট ব্যাটসম্যান আউট হওয়ার পর নতুন ব্যাটসম্যান এলে এত রান করতে পারত না।  ওই ৬ ওভারে ৯৬ রান করে ফেলেছে। এতেই সব শেষ।’

ডেভিড ওয়ার্নার ১৬৬ রানের ইনিংস খেলেছেন। যদিও ইনিংসের শুরুতে ১০ রানে পেয়েছিলেন জীবন।  মাশরাফির বলে পয়েন্টে তার ক্যাচ ছাড়েন সাব্বির।  আবার ৭০ রানে তার রান আউটও মিস করেন সাব্বির।  বড় ম্যাচে এসব সুযোগ বারবার আসে না।

সুযোগগুলো হাতছাড়া হওয়ায় হতাশ মাশরাফি,‘উইকেটটা খুবই ভালো ছিল। যারা টস জিতত আগে ব্যাটিংই  নিত। তবে আমরা কিছু সুযোগ হাতছাড়া করেছি। ফিফটি ফিফটি হলেও এগুলো নেওয়া উচিত ছিল। তাহলে হয়ত ম্যাচটা অন্যরকম হতে পারত। এই ধরণের ম্যাচে সুযোগগুলো নিতে হবে। ডেভিড ওয়ার্নার এরপরে ১৫০ রান যোগ করেছে...।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে বাংলাদেশের সেমিফাইনালের পথ অনেকটাই কঠিন হয়ে গেছে। শেষ তিন ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে। পাশাপাশি অন্যদের জয়-পরাজয়ের দিকে তাকিয়ে থাকতে হবে। অন্য ম্যাচগুলোর দিকে তাকিয়ে থাকার থেকে নিজেদের ম্যাচ নিয়ে বেশি ভাবছে বাংলাদেশ।  মাশরাফির বিশ্বাস, ভালো ক্রিকেট খেলতে পারলে যেকোনো কিছুই হতে পারে।

‘এখনো বলা যায় না। আপনি কখনোই জানেন না কী হবে। আমরা যেটা করতে পারি শেষ তিনটি ম্যাচে ভালো ক্রিকেট খেলতে পারি।  অবশ্যই কঠিন। ম্যাচ তিনটিতে জিততে পারি এমন বিশ্বাস আমাদের আছে এবং দেখতে হবে অন্যরা কি করছে।’ – বলেছেন মাশরাফি।

 

 

রাইজিংবিডি/নটিংহ্যাম/২১ জুন ২০১৯/ইয়াসিন

 

 

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়