ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শরীয়তপুরে আ.লীগ সমর্থিত প্রার্থীর জয়

জামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ২৮ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শরীয়তপুরে আ.লীগ সমর্থিত প্রার্থীর জয়

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছাবেদুর রহমান খোকা সিকদার জয়ী হয়েছেন।

 

তিনি মোটরসাইকেল প্রতীকে ৫৪৬ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুর রব মুন্সীকে পরাজিত করেছেন। আবদুর রব পেয়েছেন ৩৭০ ভোট।

 

সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে মিন্টু মোল্যা, ২নং ওয়ার্ডে সুজন মিয়া, ৩নং ওয়ার্ডে এমডি নাসির উদ্দিন, ৪নং ওয়ার্ডে এ কে এম মিজানুর রহমান, ৫নং ওয়ার্ডে আলমগীর হোসেন, ৬নং ওয়ার্ডে এনায়েত উল্যাহ মুন্সী, ৭নং ওয়ার্ডে আলী আহম্মেদ কাজী, ৮নং ওয়ার্ডে নাসির উদ্দিন পাইক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ৯নং ওয়ার্ডে বিএম আনোয়ার হোসেন, ১০নং ওয়ার্ডে হারুন অর রশিদ, ১১নং ওয়ার্ডে আবুল মনসুর আজাদ, ১২নং ওয়ার্ডে গোলাম রাব্বানী শাকিল, ১৩নং ওয়ার্ডে জাকির হোসেন দুলাল, ১৪নং ওয়ার্ডে কামরুজ্জামান উজ্জ্বল, ১৫নং ওয়ার্ডে শাখাওয়াত হাওলাদার নির্বাচিত হয়েছে।

 

সংরক্ষিত মহিলা সদস্য পদে ১নং ওয়ার্ডে রাশিদা মির্জা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ২নং ওয়ার্ডে অ্যাডভোকেট রওশন আরা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ৩নং ওয়ার্ডে কোহিনূর সুলতানা দোলা, ৪নং ওয়ার্ডে হাবিবুন নাহার নিপা, ৫নং ওয়ার্ডে আসমা আক্তার জয়ী হয়েছেন।

 

বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। বিকেলে রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

 

 

রাইজিংবিডি/শরীয়তপুর/২৮ ডিসেম্বর ২০১৬/জামাল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়