ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

অঙ্ক ও বিজ্ঞান শেখাবে আইনস্টাইন!

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৭, ১৫ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অঙ্ক ও বিজ্ঞান শেখাবে আইনস্টাইন!

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : অংক ও বিজ্ঞান ভীতি শিক্ষার্থীদের কাছে নতুন কিছু নয়। কিন্তু কেমন হবে যদি ঘরের ভেতর অঙ্ক ও বিজ্ঞান শেখা যায় আলবার্ট আইনস্টাইনের কাছ থেকে! নিশ্চিতভাবেই তাহলে অঙ্ক ও বিজ্ঞানে পারদর্শী হওয়া যাবে।

আলবার্ট আইনস্টাইন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী। তিনি তার বিখ্যাত আপেক্ষিকতার তত্ত্ব এবং বিশেষত ভর-শক্তি সমতুল্যতার সূত্র আবিষ্কারের জন্য বিখ্যাত। আইনস্টাইন পদার্থবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে প্রচুর গবেষণা করেছেন এবং নতুন উদ্ভাবন ও আবিষ্কারে তার অবদান অনেক। ১৯৫৫ সালের ১৮ এপ্রিল জার্মানির বিশ্বখ্যাত এই বিজ্ঞানী ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

এবার নিশ্চয় দ্বন্দ্বে পড়ে গেছেন যে, তাহলে আইনস্টাইনের কাছ থেকে শেখা হবে কিভাবে? প্রযুক্তির দুনিয়ায় এর ব্যবস্থা করে দিয়েছে যুক্তরাষ্ট্রের রোবট নির্মাতা প্রতিষ্ঠান হ্যানসন রোবটিক্স। তারা তৈরি করেছে আইনস্টাইন রোবট। এডুকেশনাল এই রোবট দেখতে অবিকল প্রয়াত বিজ্ঞানী আইনস্টাইনের মতোই। ১৪.৫ ইঞ্চি আকৃতির ওয়াই-ফাই কানেক্টেড এই আইনস্টাইন রোবট অংক, বিজ্ঞান ও অন্যান্য জ্ঞানে পারদর্শী। এসব বিষয়ে আপনার মুখ থেকে প্রশ্ন শোনা মাত্রই উত্তর বা সমাধান জানিয়ে দেবে অ্যান্ড্রয়েড বা অ্যাপলের ট্যাবলেটে। ‘মাইন্ড ক্লাউড’ নামক কৃত্রিম বৃদ্ধিমত্ত্বা ক্লাউড প্রযুক্তি ব্যবহার করে রোবটটি উত্তরদানে পারদর্শী।   এমনকি আবহাওয়ার আপডেট জানাতেও সক্ষম।

মানুষের মতো নরম ত্বক বিশিষ্ট এই জ্ঞানী রোবট চোখের চারপাশ নাড়িয়ে ব্যবহারকারীকে অনুসরণ করতে পারে। জ্ঞানের পাশাপাশি বিনোদনেও কম নয় রোবট আইনস্টাইন। মানুষের প্রায় ৫০ ধরনের মুখের এক্সপ্রেশন প্রকাশ করতে পারে।

এবারের সিইএস ২০১৭ মেলায় হ্যানসন রোবটিক্স প্রদর্শন করেছে এই আইনস্টাইন রোবট। ধারণা করা হচ্ছে, রোবটটি মার্চে বাজারে আসবে। দাম হতে পারে ৩০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার টাকা।

 

তথ্যসূত্র: ম্যাশঅ্যাবল

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ জানুয়ারি ২০১৭/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়