ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অনুমোদন পায়নি আলোচিত সচিবালয় স্থানান্তর প্রকল্প

হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩১, ১৩ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অনুমোদন পায়নি আলোচিত সচিবালয় স্থানান্তর প্রকল্প

অর্থনৈতিক প্রতিবেদক : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সচিবালয় স্থানান্তর প্রকল্পটি অনুমোদন পায়নি। পুনরায় উপস্থাপনের জন্য প্রকল্পটিকে ফেরত দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়। এতে অনুমোদনের জন্য প্রকল্পটি উপস্থাপন করা হয়।

 

প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয় দুই হাজার ২০৯ কোটি টাকা। পুরো টাকাই রাষ্ট্রীয় কোষাগার থেকে জোগান দেওয়া হবে। ২০০৯ সালে যখন প্রথমবারের মতো প্রকল্পটি হাতে নেওয়া হয়, তখন এর ব্যয় ধরা হয়েছিল এক হাজার ১০২ কোটি টাকা। পাঁচ বছরের ব্যবধানে এখন সেই প্রকল্পের ব্যয় বেড়ে দিগুণ হয়েছে।

 

অনুমোদনে পেলে শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় স্থানান্তর হতো। তখন বিএনপির প্রতিষ্ঠাতা প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রাক্তন প্রধানমন্ত্রী শাহ আজিজ, প্রাক্তন মন্ত্রী সবুর খানসহ আরো কয়েকজনের কবর সরাতে হতো।

 

সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রতিবছর যেখানে বাণিজ্যমেলা অনুষ্ঠিত হয়, সেখানকার ৩২ একর জায়গার ওপর প্রাথমিকভাবে নির্মিত হবে ১৪ তলা ভিতের ওপর চারটি ভবন। প্রতিটি ভবনই হবে নয় তলাবিশিষ্ট।

 

২০১৯ সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করতে চায় সরকার। এর মধ্যে চারটি মূল ব্লকে দুই লাখ ৫৩ হাজার ৩০৯ বর্গমিটার মূল ভবন, ৫৪ হাজার ৫০৫ বর্গমিটার অ্যাসোসিয়েট ভবন, পাঁচ হাজার ৮৪৩ বর্গমিটার হল রুম হবে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ অক্টোবর ২০১৫/হাসান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়