ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অপহরণকারীদের বোমা মেরে উড়িয়ে দিতে বলেছেন দুতের্তে

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ১৬ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অপহরণকারীদের বোমা মেরে উড়িয়ে দিতে বলেছেন দুতের্তে

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে সমুদ্রে জেলেদের অপহরণকারীদের বোমা মেরে উড়িয়ে দিতে নৌবাহিনী ও কোস্টগার্ডকে নির্দেশ দিয়েছেন। রোববার রাতে নিজ শহর দাভাওতে এক অনুষ্ঠানে তিনি এ নির্দেশের কথা জানিয়েছেন।

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে জলদস্যুদের উৎপাত অনেক বেশি। প্রায়ই জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে জলদস্যুরা।

শনিবার রদ্রিগো দুতের্তে বলেন, ‘সাগরে অপহরণ ঠেকাতে দস্যুদের ওপর বোমা নিক্ষেপ করতে নৌবাহিনীর সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে । এমনকি দস্যুদের সঙ্গে যদি কোনো জিম্মি থাকে তবুও তারা পিছপা হবে না।’ এসব ঘটনায় সাধারণ জিম্মিদের মৃত্যুকে ‘সমান্তরাল ক্ষতি’ হিসেবে বিবেচনা করা হবে।

তিনি বলেন, ‘যদি সাগরে দস্যুদের দেখা যায় এবং তারা পালানোর চেষ্টা করে, তবে বোমা মেরে তাদের উড়িয়ে দাও।’

এর আগে দুতের্তে বলেছিলেন, যারা সাগরপথে দস্যুতা করে, লোকজনকে অপহরণ করে, তাদের ওপর বোমা মেরে উড়িয়ে দিতে তিনি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াকে বলেছেন।



রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৭/শাহেদ/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়