ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অবস্থান ধরে রাখতে পারল না রাজউক উত্তরা মডেল

এম এ রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০২, ৩০ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অবস্থান ধরে রাখতে পারল না রাজউক উত্তরা মডেল

নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এবারে সেরা অবস্থান ধরে রাখতে পারলো না রাজউক উত্তরা মডেল কলেজ। 

 

২০১৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশ সেরা হয়েছিল এই শিক্ষা প্রতিষ্ঠানটি। এবারে ঢাকা বোর্ডে তাদের অবস্থান দ্বিতীয়।

 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বরাবরই প্রথম সারিতে অবস্থান করে থাকে স্কুলটি। বিগত পাঁচ বছরের ফলাফলের পরিসংখ্যান বিবেচনা করলে দেখা যায় পাঁচ বছরের মধ্যে চারবারই প্রথম অবস্থানে ছিল রাজউক উত্তরা মডেল কলেজ। এর মধ্যে ২০১০, ২০১১ ও ২০১২ সালে টানা তিনবার এসএসসি পরীক্ষার ফলাফলে বোর্ড সেরা স্কুলের স্থান অর্জন করেছিল শিক্ষা প্রতিষ্ঠানটি। তবে ২০১৩ সালে ঢাকা বোর্ডে প্রথম হয়েছিল মতিঝিল আইডিয়াল স্কুল।

 

এবারে এসএসসিতে পাসের হার ৮৭ দশমিক ০৪। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে রাজশাহী বোর্ডে সর্বাধিক পাসের হার ৯৪ দশমিক ৯৭। আর সবচেয়ে কম হলো সিলেট শিক্ষা বোর্ডে ৮১ দশমিক ৮২।

 

অন্যান্য বোর্ডগুলোর পাসের হার- ঢাকায় ৮৮ দশমিক ৬৫, বরিশালে ৮৪ দশমিক ৩৭, কুমিল্লায় ৮৪ দশমিক ২২, চট্টগ্রামে ৮২ দশমিক ৭৭, দিনাজপুর বোর্ডে ৮৫ দশমিক ০৫ ও যশোরে ৮৪ দশমিক ০২।

 

অন্যদিকে মাদ্রাসা বোর্ডের গড় পাসের হার ৯০ দশমিক ২০ ও কারিগরি বোর্ডে ৮৩ দশমিক ০১।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ মে ২০১৫/এম এ রহমান/দিলারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়