ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

`অভিযোগ ওঠা পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা`

জিসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২২, ১৩ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
`অভিযোগ ওঠা পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা`

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া

নিজস্ব প্রতিবেদক : ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ওই সব অভিযোগের তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়। এ সময় ডিএমপি কমিশনার সাংবাদিকদের এসব কথা বলেন।

 

তিনি বলেন, ‘বিস্ফোরিত জনগণকে নিয়ন্ত্রণে আনার জন্য সামান্য পুলিশ সদস্য দিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে দু-একটি ঘটনা ঘটে থাকে। কিন্তু তদন্ত সাপেক্ষে সেগুলোর বিচার হয়ে থাকে। সম্প্রতি যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। মিডিয়ায় মাত্র দু-একটি ঘটনা এসে থাকে। অনেকের শাস্তি হয়ে গেছে কিন্তু ওই সব ঘটনা মিডিয়ায় আসেনি- এমন উদাহরণ অনেক আছে। পুলিশ অপেশাদার আচরণ করলে তাকে শাস্তি পেতে হবে- এটি নিশ্চিত।’

 

জনগণের সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘জনগণকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা জনগণকে বন্ধুর মতো রেখে কাজ করবেন। বিভিন্ন অপরাধী ধরতে জনগণকে পুলিশের পাশে দাঁড়িয়ে কাজ করতে হবে।’

 

সম্প্রতি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়। সেই কমিটির সভাপতি নির্বাচিত হন গাজীপুর জেলার পুলিশ সুপার হারুন অর রশীদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হন তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার। নবনির্বাচিত সেই কমিটিকে নিয়ে আছাদুজ্জামান মিয়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে যান।

 

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৬/জিসান/শাহনেওয়াজ/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়