ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাতক্ষীরা সীমান্তে বাংলাদেশি রাখালের মৃত্যু

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ৬ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাতক্ষীরা সীমান্তে বাংলাদেশি রাখালের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার ইছামতি নদী পার করে ভারতীয় গরু আনার সময় মো. এহসান (৪০) নামে এক  বাংলাদেশি রাখালের মৃত্যু হয়েছে।

 

এহসান সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের চাপাডাঙ্গার নাথপাড়া গ্রামের অজিহার রহমানের ছেলে।

 

সোমবার গভীর রাতে গরু নিয়ে সীমান্ত নদী ইছামতি পার হয়ে বাংলাদেশ ভূখণ্ডে চলে আসার সময় এই ঘটনা ঘটে।

 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এহসানের সহযোগীদের বরাত দিয়ে জানিয়েছে, এহসান গরু নিয়ে বাংলাদেশের সীমান্তে প্রবেশের সময় হোঁচট খেয়ে পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

 

এলাকাবাসী জানায়, মো. এহসান একদিন আগে তার কয়েক সহযোগীসহ ভারতে গরু আনতে যায়। গত রাতে গরু নিয়ে তারা সীমান্ত নদী ইছামতি পার হয়ে বাংলাদেশ ভূখণ্ডে চলে আসেন। এ সময় সাতক্ষীরার সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের চেয়ারম্যানের মোড়ে এহসান হোঁচট খেয়ে মাটিতে পড়ে যান। তাকে দ্রুত বাড়িতে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মারা যান। তার সহযোগীদের দাবি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

 

বিজিবির পদ্মশাখরা বিওপির হাবিলদার আবুল হোসেন জানান, এহসানের স্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি হোঁচট খেয়ে পড়ে গেলে অসুস্থ অবস্থায় তাকে বাড়ি নিয়ে যাওয়া হয় । পরে মারা যান তিনি ।

 

 

 

রাইজিংবিডি/সাতক্ষীরা/৬ ডিসেম্বর ২০১৬/এম.শাহীন গোলদার/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়