ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অল্পের জন্য প্রাণে বাঁচলেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ২৩ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অল্পের জন্য প্রাণে বাঁচলেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : বোমা হামলা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন এমনানগাগওয়া। শনিবার বুলাওয়ে শহরে এমারসনের সমাবেশে এ হামলা চালানো হয়েছিল।

বিবিসি জানিয়েছে, ভিডিও ফুটেজে দেখা গেছে, হোয়াইট সিটি স্টেডিয়ামে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর মঞ্চ থেকে নেমে যাচ্ছিলেন প্রেসিডেন্ট এমারসন। এ সময় বোমার বিস্ফোরণ ঘটে।

প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট আহত হননি। তবে আহতদের মধ্যে কয়েকজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা রয়েছেন।

প্রাক্তন প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে সরিয়ে দিয়ে গত বছরের নভেম্বরে ক্ষমতায় আসেন এমারসন। আগামী ৩০ জুলাই জিম্বাবুয়েতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনী প্রচারাভিযান চালাতে বুলাওয়ে শহরে গিয়েছিলেন এমারসন।

প্রেসিডেন্টের মুখপাত্র জর্জ চারাম্বা এক বিবৃতিতে বলেছেন, ‘গত পাঁচ বছরে প্রেসিডেন্টের জীবনের ওপর একাধিকবার হামলা হয়েছে।’

স্থানীয় সংবাদমাধ্যম দ্য জিম্বাবুয়ে হেরাল্ড জানিয়েছে, বোমার বিস্ফোরণে ভাইস প্রেসিডেন্ট কেম্বো মোহাদি পায়ে আঘাত পেয়েছেন। তবে এটি নিশ্চিত করা যায়নি। নিজেদের দেহরক্ষীসহ কয়েকজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাও হামলায় আহত হয়েছেন।



রাইজিংবিডি/ঢাকা/২৩ জুন ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়