ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এস এম সোলায়মান প্রণোদনা পাচ্ছেন রামিজ রাজু

আমিনুল ই শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৬, ২৯ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এস এম সোলায়মান প্রণোদনা পাচ্ছেন রামিজ রাজু

বিনোদন ডেস্ক : থিয়েটার আর্ট ইউনিট প্রবর্তিত ‘এস এম সোলায়মান প্রণোদনা- ২০১৬’ পাচ্ছেন তরুণ নাট্যশিল্পী রামিজ রাজু।

 

রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে আগামীকাল রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় থিয়েটার আর্ট ইউনিট আয়োজন করছে এস এম সোলায়মান প্রণোদনা ও স্বারক বক্তৃতা অনুষ্ঠান।

 

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। স্বারক বক্তৃতা প্রদান করবেন ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব ড. আশিস গোস্বামী। আলোচক হিসেবে থাকবেন নাট্যজন শিশির দত্ত ও অনন্ত হিরা। অনুষ্ঠানে এস এম সোলায়মান রচিত ও সুরারোপিত গান পরিবেশন করবে থিয়েটার আর্ট ইউনিটের শিল্পীরা।

 

প্রয়াত এস এম সোলায়মান স্মরণে ২০০৫ সাল থেকে থিয়েটার আর্ট ইউনিট প্রতি বছর তরুণ মেধাবী নাট্যশিল্পী অথবা নাট্য সংগঠনকে এই প্রণোদনা প্রদান শুরু করেছে। এর আগে দুটি নাট্য সংগঠন ও নাট্যশিল্পী এই প্রণোদনা পেয়েছে। এর মধ্যে রয়েছে মণিপুরি থিয়েটার, সমন্বয় থিয়েটার। এছাড়া আমিনুর রহমান মুকুল, ত্রপা মজুমদার, সাইদুর রহমান লিপন, শাহাদাত হোসেন, আনোয়ারুল হক, সুদীপ চক্রবর্তী, সামিনা লুৎফা নিত্রা এর আগে এই প্রণোদনা পেয়েছেন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ অক্টোবর ২০১৬/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়