ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

অ্যান্টিনর || রেজাউদ্দিন স্টালিন

রেজাউদ্দিন স্টালিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৩, ১১ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অ্যান্টিনর || রেজাউদ্দিন স্টালিন

অলংকরণ : অপূর্ব খন্দকার

 

 

 

 

 

 

 

 

 



বিশ্বাসহন্তা হও, বিশ্বাসঘাতক হও হে অ্যান্টিনর
দ্যাখো না মীরজাফর
বেঁচে আছে বঙ্গদেশে;
ছদ্মবেশে
যদি যাও পলাশীর প্রান্তরে কখনো;
দেখবে তখনো
মদন ও মোহনলাল
কী বিশাল
শালপ্রাংশুবাহু নিয়ে লজ্জায় শায়িত;
আর পরাজিত
নবাব সিরাজ
বিশ্বাসের মূল্য দিয়ে অনুতপ্ত আজ।
হে অ্যান্টিনর,
ওষ্ঠাধর
প্রকম্পিত কেন, ভয়ের কারণ নেই,
যাবে যেখানেই
দেখবে তোমার আত্মা চতুর্দিকে ক্রমজাগরিত;
তুমি চিরউচ্চারিত
বঙ্গদেশে ঘরে ঘরে প্রতিভার মতো;
বর্ণনায় ত্রুটি হলে ক্ষমা করো ওহে সম্মানিত।



রাইজিংবিডি/ঢাকা/১১ জুলাই ২০১৫/তাপস রায়/কমল কর্মকার

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়