ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আইএসআইয়ের নতুন প্রধান নাভিদ মুখতার

শাহেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ১২ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইএসআইয়ের নতুন প্রধান  নাভিদ মুখতার

আন্তর্জাতিক ডেস্ক : দায়িত্ব নেয়ার পর মাস না ঘুরতেই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধানকে সরিয়ে দিলেন সেনাপ্রধান জেনারেল কামর জাভেদ বাজওয়া। লেফটেন্যান্ট জেনারেল নাভিদ মুখতারকে সংস্থাটির নতুন প্রধান হিসেবে রোববার নিয়োগ দেয়া হয়েছে। সোমবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইন এ তথ্য জানিয়েছে।

 

দুই সপ্তাহ আগে পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছিলেন জেনারেল বাজওয়া। দায়িত্ব নেয়ার পর দেশটির সেনাবাহিনীতে বড় ধরণের রদবদলের ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

 

জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আইএসআইএর প্রাক্তন প্রধান লেফটেন্যান্ট জেনারেলর রিজওয়ান আখতারের বিরুদ্ধে পাক সরকারের মধ্যেই সমালোচনা শুরু হয়েছিল কয়েক মাস আগে। এর আগে ডন এক প্রতিবেদনে জানিয়েছিল নওয়াজ সরকার এক বৈঠকে সেনাবাহিনীকে বলেছিল, সেনাবাহিনীকে হয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে নতুবা তাদেরকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে।

 

নতুন আইএস প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাভিদের গোয়েন্দা বিভাগে আছেন দীর্ঘদিন ধরে। তিনি ইসলামাবাদে গোয়েন্দা সংস্থার সন্ত্রাসবাদবিরোধী ইউনিটেরও প্রধান ছিলেন। ১৯৮৩ সালে তিনি সশস্ত্র বাহিনীতে কমিশন লাভ করেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ ডিসেম্বর ২০১৬/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়