ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতলেন মুস্তাফিজ

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৯, ২৯ মে ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতলেন মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমান

ক্রীড়া ডেস্ক : পর্দা নেমেছে আইপিএলের নবম আসরের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে নবম আসরের শিরোপা জিতে নিয়েছে মুস্তাফিজদের সানরাইজার্স হায়দরাবাদ।


ইনজুরি কাটিয়ে ফাইনাল ম্যাচে খেলেন আইপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী মুস্তাফিজ। এদিন ৪ ওভার বল করে ৩৭ রান দিয়ে ১ উইকেট নেন তিনি।

ম্যাচসেরা কিংবা সিরিজসেরা না হলেও আইপিএলের নবম আসরের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মুস্তাফিজ। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১০ লাখ রুপি।

আইপিএলের এই আসরে ১৫ ম্যাচে মাঠে নেমে ১৭ উইকেট নিয়েছেন কাটার মাস্টার। ১৬ ম্যাচে তিনি ৬১ ওভার বল করেছেন। ১ মেডেনসহ ৪২১ রান দিয়ে নিয়েছেন ১৭ উইকেট।

আইপিএলের অফিশিয়াল ওয়েবসাইটে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচনে দর্শকদের ভোটের ৮৩.২ শতাংশ পেয়েছেন মুস্তাফিজ। দ্বিতীয় স্থানে থাকা লোকেশ রাহুল পেয়েছেন ৬.৫ শতাংশ ভোট।

 



রাইজিংবিডি/ঢাকা/৩০ মে ২০১৬/আমিনুল/ এএন

 

 

 

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়