ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পন্টিং ও হেইডেনকে ছাড়িয়ে ওয়ার্নার

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৪, ৬ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পন্টিং ও হেইডেনকে ছাড়িয়ে ওয়ার্নার

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার কিংবদন্তিসম দুই তারকার নাম রিকি পন্টিং ও ম্যাথু হেইডেন। পন্টিংয়ের ঠাণ্ডা মাথার ব্যাটিং ও হেইডেনের তাণ্ডব চোখ জুড়িয়েছে ক্রিকেটপ্রেমীদের।

তাদের উত্তরসূরী হিসেবে এখন ক্রিকেটপ্রেমীদের চোখের তৃষ্ণা মেটাচ্ছেন ডেভিড ওয়ার্নার। তার ব্যাটে রানের ফল্গুধারা বইছে নিয়মিত। দারুণ মেধাবী এই ব্যাটসম্যান মঙ্গলবার ছাড়িয়ে গেছেন তার পূর্বসুরী রিকি পন্টিং ও ম্যাথু হেইডেনকে।

এক পঞ্জিকাবর্ষে একদিনের ক্রিকেটে রিকি পন্টিং ২০০৩ ও ২০০৭ সালে ৫টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ২০০৭ সালে পন্টিংয়ের পাশাপাশি ম্যাথু হেইডেনও ৫টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মধ্যে এই দুজনই এতোদিন এক বছরে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি হাঁকানোর মালিক ছিলেন।

কিন্তু মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে পন্টিং ও হেইডেনকে পেছনে ফেলেছেন ডেভিড ওয়ার্নার। এক পঞ্জিকাবর্ষে এখন তার সেঞ্চুরির সংখ্যা ৬!

নিউজিল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার ১১৫ বলে ১৪টি চার ও ১টি ছক্কার সমন্বয়ে ১১৯ রান করে আউট হন তিনি।

 

 


রাইজিংবিডি/ঢাকা/৬ ডিসেম্বর ২০১৬/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়