ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঠাকুরগাঁও পাক হানাদারমুক্ত দিবস পালিত

তানভীর হাসান তানু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৬, ৩ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঠাকুরগাঁও পাক হানাদারমুক্ত দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে পাক হানাদারমুক্ত দিবসে উপলক্ষে র‌্যালি

ঠাকুরগাঁও প্রতিনিধি : নানা আয়োজনে ঠাকুরগাঁও পাক হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে।

 

শনিবার সকালে মুক্তিযোদ্ধা ইউনিট, উদীচী শিল্পীগোষ্ঠী ও জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন দিনটি পালন করেছে।

 

উদীচী শিল্পীগোষ্ঠী সকালে শহীদ মুক্তিযোদ্ধার নাম সম্বলিত স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন প্রাক্তন পৌর মেয়র আকবর হোসেন।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পুলিশ সুপার ফারহাত আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার বদরুদ্দোজা বদর, উদীচীর সভাপতি সেতারা বেগম প্রমুখ।

 

সন্ধ্যায় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানে সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

 

 

 

রাইজিংবিডি/ঠাকুরগাঁও/৩ ডিসেম্বর ২০১৬/তানভীর হাসান তানু/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়