ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চবিতে ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষ, আহত ১৫

জোবায়ের চৌধুরী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ৮ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চবিতে ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষ, আহত ১৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : শাটল ট্রেনে কথা কাটাকাটির জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

 

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাতের শেষ শাটল ট্রেন বিশ্ববিদ্যালয়ের স্টেশনে পৌঁছালে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের জড়িয়ে পড়া দুটি পক্ষ হলো বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের অনুসারীরা।

 

আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সৌরভ সিনহা, ইতিহাস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম মিথিল, রাজনীতি বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী শেখ আহমেদ, আন্তর্জাতিক বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মামুন ও লোকপ্রশাসন বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ইমরান হোসেব। বাকিদের নাম জানা যায়।

 

এদের মধ্যে সৌরভ, তৌহিদ ও শেখ আহমেদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চবি চিকিৎসা কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক ডা. শুভ।

 

বিশ্ববিদ্যালয় সূত্র জানা যায়, শহর থেকে ছেড়ে আসা রাতের ট্রেনে সাধারণ সম্পাদকের অনুসারী তৌহিদুল ইসলামের সঙ্গে সভাপতি পক্ষের কয়েকজনের কথা কাটাকাটি হয়। শাটল ট্রেনটি স্টেশনে পৌঁছালে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

রাইজিংবিডি/চবি/৮ নভেম্বর ২০১৬/জোবায়ের চৌধুরী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়