ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আট লাখ ছাড়াল রাইজিংবিডির ফেসবুক লাইক

শাহ মতিন টিপু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৬, ৭ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আট লাখ ছাড়াল রাইজিংবিডির ফেসবুক লাইক

ডেস্ক রিপোর্ট : জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমের ফেসবুক লাইক আট লাখের মাইলফলক অতিক্রম করল। পজিটিভ নিউজের স্লোগান নিয়ে এই অনলাইন নিউজ পোর্টালটির যাত্রা শুরু হয় ২০১৩ সালের ২৬ এপ্রিল। আজ বুধবার দুপুর ১২টায় রাইজিংবিডি ডটকম-এর ফেসবুক লাইক সংখ্যা দাঁড়ায় ৮ লাখ ৪৮৪-তে।

 

যাত্রা শুরুতে এই পোর্টালটির সম্পাদক ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব উদয় হাকিম। চালু হওয়ার অল্প দিনের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে রাইজিংবিডি ডটকম।

 

স্কাইরুট মিডিয়া লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান নিউজ পোর্টালটিতে রয়েছে অনেকগুলো জনপ্রিয় বিভাগ। সেগুলো হচ্ছে : ফিচার, শিল্প ও সাহিত্য, বিনোদন, খেলাধুলা, আন্তর্জাতিক, নারী ও শিশু, ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, ব্যাংক-বিমা, শেয়ারবাজার, শিল্পকারখানা, করপোরেট কর্নার, কৃষি, রাজনীতি, কূটনীতি, বিজ্ঞান-প্রযুক্তি, স্বাস্থ্য, পরিবেশ, লাইফস্টাইল, শিক্ষা, ভ্রমণ, মতামত, সাক্ষাৎকার, মিডিয়া, আইন ও অপরাধ, রাইজিংবিডি স্পেশাল ও পজিটিভ বাংলাদেশ।

 

বিভিন্ন উপলক্ষে বিশেষ সংখ্যা এই পোর্টালে নিয়মিত প্রকাশিত হচ্ছে। প্রকাশিত বিশেষ সংখ্যাগুলো ইতিমধ্যেই পাঠকদের মধ্যে সাড়া জাগিয়েছে। সম্প্রতি নিউজ পোর্টালটি পাঠকদের লেখা নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশ করেছে। 

 

এ ছাড়াও সম্পাদকীয় মন্তব্যও প্রকাশিত হচ্ছে প্রতিনিয়ত। পাঠক চাহিদা গুরুত্ব দিয়ে রয়েছে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবর। রয়েছে ভিতরে-বাইরে একঝাঁক প্রতিশ্রুতিশীল কর্মিবাহিনী।

 

এ ছাড়াও চালু রয়েছে ‘জয়গান’ এবং ‘শিক্ষাদীক্ষা’ নামে আরো দুটি বিভাগ।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ অক্টোবর ২০১৫/শাহ মতিন টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়