ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাভারে মবিলের ড্রামে পড়ে শ্রমিকের মৃত্যু

সাফিউল ইসলাম সাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৭, ১২ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাভারে মবিলের ড্রামে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাভার : সাভারের হেমায়েতপুরে মবিলের ড্রামে পড়ে জাকির হোসেন (৩৫) নামে এক শ্রমিক মারা গেছেন।

 

সোমবার ভোরে হেমায়েতপুর শিল্প এলাকার মিন ওয়েলস কারখানায় এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় তিন শ্রমিক গুরুতর অসুস্থ হয়েছেন। তাদের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড পরিচর্যা কেন্দ্রের ইনচার্জ নাসির হোসেন বলেন, ভোরে চার শ্রমিক ওই কারখানার একটি মবিলের ড্রাম পরিষ্কার করছিলেন। এ সময় অসাবধানতা বশত তারা ড্রামের মধ্যে পড়ে যায়। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পথে জাকির হোসেন মারা যান। অন্যদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

ঘটনার পর মিন ওয়েলস কারখানার মালিক কিংবা শ্রমিক কাউকেই পাওয়া যায়নি।

 

 

 

রূাইজিংবিডি/সাভার/১২ ডিসেম্বর ২০১৬/সাফিউল ইসলাম সাকিব/উজ্জল  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়