ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আনুষ্ঠানিকভাবে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৫, ২৫ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আনুষ্ঠানিকভাবে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ

আইসিসির হালনাগদকৃত র‌্যাকিংয়ে ছয়ে উঠে এসেছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : ওয়ালটন ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে বুধবার নিউজিল্যান্ডকে হারায় বাংলাদেশ। এই ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে ২টি রেটিং পয়েন্ট পায় টাইগাররা। তাতে ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে ও ভগ্নাংশে এগিয়ে থেকে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ছয়ে উঠে এসেছে বাংলাদেশ।

আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যে বাংলাদেশের র‌্যাঙ্কিং হালানাগাদ হয়েছে। ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ছয়ে উঠে এসেছে মাশরাফি বাহিনী। সমান রেটিং পয়েন্ট নিয়ে ভগ্নাংশে পিছিয়ে থেকে সাতে নেমে গেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।

আগামী সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ শীর্ষ আটের মধ্যে থাকতে পারলে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে।

শ্রীলঙ্কার পর ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান রয়েছে অষ্টম স্থানে। আর ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে নবম স্থানে। আর ১২২ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। আর ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া রয়েছে দ্বিতীয় স্থানে। ১১৭ রেটিয়ে পয়েন্ট নিয়ে ভারত রয়েছে তৃতীয় স্থানে। ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড চতুর্থ। ১১১ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের উপরে অবস্থান করছে ইংল্যান্ড।




রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৭/আমিনুল  
 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়