ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

আফগানিস্তানে সেনাঘাঁটিতে হামলায় নিহত ৪৩

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৮, ১৯ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আফগানিস্তানে সেনাঘাঁটিতে হামলায় নিহত ৪৩

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে একটি সামরিক ঘাটিতে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৪৩ জন।

বৃহস্পতিবার দেশটির কান্দাহার প্রদেশের মাইওয়ান্দ জেলায় সেনাবাহিনীর ব্যবহৃত হাম্ভি জিপ নিয়ে সেনাঘাঁটিতে দুজন আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

হামলার আগে মাইওয়ান্দ জেলার চেশমা এলাকায় একটি সামরিক কেন্দ্র থেকে জিপ দুটি চুরি করে হামলাকারীরা। এ বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলার দায় স্বীকার করেছে আফগান তালেবান। অপরদিকে, কান্দাহার পুলিশের প্রধান জেনারেল আবদুল রাজেক ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন কিন্তু হতাহতের সংখ্যা সম্পর্কে কিছু বলেননি।

কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার আফগানিস্তানের অন্য দুটি স্থানেও হামলা হয়েছে। তবে এ সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন



রাইজিংবিডি/ঢাকা/১৯ অক্টোবর ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়