ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের মূল দলই খেলবে’

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ২২ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের মূল দলই খেলবে’

ক্রীড়া প্রতিবেদক : আফগানিস্তানের বিপক্ষে জুনে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট লিগ শেষ হওয়ার পর খেলোয়াড়রা বিশ্রামে যাবেন। সেখান থেকে ফিরেই আফগানিস্তান সিরিজের জন্য প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। আফগানিস্তান দুর্বল দল, তাই তাদের বিপক্ষে বাংলাদেশের মূল দলই খেলবে কিনা, এমন প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। কিন্তু বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন মূল দলই খেলবে।

মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘আমাদের কাছে যেটা আপডেট আছে, কারো লম্বা চোট নেই। আমার বিশ্বাস আগামী তিন সপ্তাহের মধ্যে অধিকাংশ খেলোয়াড়দের পাব। আমাদের মেইন টিমকেই খেলানোর কথা ভাবছি। আমাদের সিলেকশন প্লেয়ারকে রেস্ট দেওয়ার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়নি। দেশের হয়ে প্রতিটি খেলাই গুরুত্বপূর্ণ, আমাদের বেস্ট টিমটাই খেলবে।’

ক্রিকেটারদের চোট নিয়ে তিনি বলেন, ‘চোটের ওপর তো আর কারও হাত নেই। সামনে অনেক গ্যাপ আছে। বিসিএল ২৭ তারিখ শেষ হওয়ার পর প্লেয়াররা রিকভার করার জন্য আড়াই থেকে তিন সপ্তাহ সময় পাবে। আমার মনে হয় এর মধ্যে যারা চোটে আছে রিকভারি করবে। আমার মনে হয় ক্যাম্প শুরু হওয়ার আগে সবাইকে সুস্থ পাব।’

সাম্প্রতিক সময়ে তুষার ইমরান, আব্দুর রাজ্জাক ও নাঈম ইসলামরা ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করছেন। বিশেষ করে ‍তুষার ইমরান। তাই তাকে টেস্ট দলে ফেরানোর জন্য অনেকেই কথা বলছেন। তবে নান্নু জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে যারা ভালো পারফরম্যান্স করে তাদের আগে বিবেচনা করা হয়। আর ঘরোয়া ক্রিকেটে যারা ভালো করে তাদের বয়স কিংবা সিনিয়র-জুনিয়র দেখা হয় না। তাদেরও সুযোগ দেওয়া হবে, ‘আন্তর্জাতিক পর্যায় সবাই আগে। আন্তর্জাতিক পর্যায়ে পারফর্ম করলে সেটা সবার আগে বিবেচনা করতে হবে। ঘরোয়াতে যারা পারফর্ম করছে তাদেরও একটা প্ল্যাটফর্ম দিতে হবে। এখানে সিনিয়র জুনিয়র ব্যাপার নয়। সবাইকে সমানভাবেই দেখা হয়। আন্তর্জাতিক পর্যায়ে যে নিজেকে প্রমাণ করতে পারবে তাকেই বিবেচনা করা হবে।’



রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়