ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আফ্রিদি-আজহারদের ধুয়ে ছেড়েছে পাকিস্তানি মিডিয়া

নেছার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ২৬ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আফ্রিদি-আজহারদের ধুয়ে ছেড়েছে পাকিস্তানি মিডিয়া

ক্রীড়া ডেস্ক : ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। পাকিস্তানে এখন বইছে হতাশার হাওয়া। সবার আলোচনায় ঘুরেফিরে আসছে, বাংলাদেশে পাকিস্তান দলের ভরাডুবির বিষয়টি।

ওয়ানডেতে আজহার আলীর নেতৃত্বাধীন পাকিস্তান দল কোনো ম্যাচেই টাইগারদের সামনে দাঁড়াতে পারেনি। যা পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে প্রথম। লজ্জায় মুখ লুকানোর জায়গা কোথায়?

একটু আশা জাগিয়েছিল শহীদ আফ্রিদির নেতৃত্বাধীন টি-টোয়েন্টি দল। শেষ পর্যন্ত তারাও ধরাশায়ী। সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে মাশরাফি বিন মুর্তজার দুর্দান্ত বাংলাদেশের কাছে ৭ উইকেটে উড়ে যায় সফরকারীরা।

দলের এমন অসহায় আত্মসমর্পণ মেনে নিতে পারছেন না পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড়রা। মেনে নিতে পারছে না দেশটির মিডিয়াও। আফ্রিদি-আজহার-হাফিজ-শেহজাদদের ধুয়ে ছেড়েছে তারা।

আসন্ন টেস্ট সিরিজে মিসবাহ-উল-হকের নেতৃত্বাধীন পাকিস্তান ঘুরে দাঁড়াতে পারবে কিনা, এ নিয়ে প্রশ্ন চিহ্ন একে দিচ্ছে পাকিস্তানের মিডিয়া! হ্যাঁ, প্রশ্ন ওঠার কথাই। কেননা মাশরাফিরা সতিকারের টাইগারের রূপ ধারণ করে পাকিস্তানকে ক্ষত-বিক্ষত করে দিয়েছে।

আফ্রিদিদের হারের বর্ণনা দিতে গিয়ে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় অনলাইন দ্য ডন  লিখেছে এভাবে- ‘৪-০ : একমাত্র টি-টোয়েন্টিতে পাকিস্তানকে গুড়িয়ে দিল বাংলাদেশ।’
 
দ্য নেশন-এর এক প্রতিবেদনে লেখা হয়, ‘পাকিস্তানকে হাতুড়িপেটা করে প্রথম টি-টোয়েন্টি জিতল বাংলাদেশ।’ দ্য নিউজের খবর ছাপা হয় এভাবে, ‘ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও পাকিস্তানের অসহায় আত্মসমর্পণ।’

পাকিস্তানকে একহাত নিয়ে দ্য এক্সপ্রেস ট্রিবিউন লিখেছে ‘পুরানো সমস্যার ফাঁদে পা দিল পাকিস্তান। বাংলাদেশের কাছে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে সাত উইকেটের বড় ব্যবধানে পরাজয় বরণ করল পাকিস্তান।’

 

 

 

 


রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৫/নেছার/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়