ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আবারো অনিশ্চিত যশোর চেম্বার নির্বাচন

বি এম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩১, ৫ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবারো অনিশ্চিত যশোর চেম্বার নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোর চেম্বার অব কমার্সের নির্বাচন আবারো অনিশ্চিত হয়ে পড়েছে।

 

চেম্বারের প্রশাসক ও নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান না থাকায় জেলা প্রশাসক বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে নির্বাচন পেছানোর জন্য বলেছেন। যে কারণে আগামী ৯ জানুয়ারি চেম্বারের নির্বাচন হচ্ছে না।

 

যশোর চেম্বার অব কমার্সের নির্বাচন বোর্ডের আহ্বায়ক যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের উপ-পরিচালক এটিএম গোলাম মাহাবুব বলেন, গত ডিসেম্বর মাসে চেম্বারের প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন এবং নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল হাসান পদোন্নতি পেয়ে যশোর থেকে চলে গেছেন। এই কারণে গুরুত্বপূর্ণ দুটি পদ শূন্য অবস্থায় পড়ে রয়েছে। এতে করে আমরা নির্বাচন পরিচালনার জন্য ব্যয় বহন করতে পারছি না। আবার আপিল বোর্ডের চেয়ারম্যান না থাকায় প্রার্থীরা আপিলও করতে পারছেন না। এই অনিশ্চিয়তায় মঙ্গলবার আমি জেলা প্রশাসককে চিঠি দিয়ে জানিয়েছি, নির্বাচন পরিচালনা করা অসম্ভব।

 

জেলা প্রশাসক ড. হুমায়ন কবীর জানান, চেম্বার অব কমার্স থেকে চিঠি পাবার পর আমি বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি নির্বাচন পেছানোর জন্য।

 

গত ৮ ডিসেম্বর ৪৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে সাধারণ শ্রেণির প্রার্থী রয়েছেন ৩২ জন, সহযোগী শ্রেণির ১৫ জন এবং গ্রুপ শ্রেণির একজন প্রার্থী রয়েছেন। আগামী ৯ জানুয়ারি ভোট গ্রহণের কথা ছিল।

 

 

 

রাইজিংবিডি/যশোর/৫ জানুয়ারি ২০১৭/বি এম ফারুক/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়