ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রামেকে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার, তদন্ত কমিটি

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৭, ২ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রামেকে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার, তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে লিফটের পাশে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে।

 

মঙ্গলবার রাতে হাসপাতালের রক্ত সঞ্চালন বিভাগের চিকিৎসক মোসাদ্দেক হোসেনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

 

কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- রাজশাহী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী লতিফুল ইসলাম ও একজন ভবন বিশেষজ্ঞ। তার নাম জানা যায়নি।

 

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় লিফটে রোগী ওঠানোর সময় ট্রলির ধাক্কায় প্লাস্টার উঠে গিয়ে বাঁশ বেরিয়ে আসে। এ সময় বিষয়টি নিয়ে হাসপাতালে তোলপাড় শুরু হয়। মঙ্গলবার সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার এএফএম রফিকুল ইসলাম, রাজশাহী গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী লতিফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী জাহিদ হাসান, মাসুম আল হাসান, আবু হেলাল আনসারী ও নাফিজ মাহমুদ ভবনটি পরিদর্শন করেন।

 

২০০৮ সালে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করে গণপূর্ত অধিদফতর। ২০১২ সালের ১৭ জুলাই তৎকালীন স্বাস্থমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক ভবনটি উদ্বোধন করেন। এরই মধ্যে ভবনটির বিভিন্ন স্থানের প্লাস্টার খসে পড়েছে।

 

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার এএফএম রফিকুল ইসলাম বলেন, ‘আমি এখানে যোগ দেওয়ার আগে ভবনটি নির্মিত হয়েছে। সকালে আমরা জায়গাটি পরিদর্শন করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত করে দেখা হবে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

রাইজিংবিডি/রাজশাহী/২ নভেম্বর ২০১৬/তানজিমুল হক/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়