ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আলিম জুটমিল শ্রমিকদের খুলনা-যশোর মহাসড়ক অবরোধ

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ২২ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আলিম জুটমিল শ্রমিকদের খুলনা-যশোর মহাসড়ক অবরোধ

শ্রমিকদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, খুলনা: খুলনার আলিম জুটমিল শ্রমিকরা খুলনা-যশোর মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন।

মঙ্গলবার সকাল ১০ টা থেকে তারা এ কর্মসূচি শুরু করেছেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

ব্যক্তি মালিকানায় মিল হস্তান্তর প্রক্রিয়া বন্ধ এবং ঈদের আগে বকেয়া বেতন-বোনাসের দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা।

সকাল ১০ টায় শ্রমিকরা লাঠি হাতে নিয়ে খুলনা-যশোর মহাসড়কের আলিম গেটে অবস্থান নিয়ে সমাবেশ করেন। জুটমিল হস্তান্তর প্রতিরোধ কমিটির আহ্বায়ক মো. আব্দুর রশিদ সমাবেশে সভাপতিত্ব করেন।

বক্তৃতা করেন আলিম জুটমিল সিবিএ সভাপতি আ. সালাম জমাদ্দার, সাইফুল ইসলাম লিটু, মো. জাকারিয়া, হাফেজ আ. সালাম, মুজিবুর রহমান, ইকবাল হোসেন, আব্বাস বিশ্বাস, আমিরুল ইসলাম, আকবার আলী, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, বাবুল রেজা, আবেদ আলী, আবু সাইদ, মকবুল হোসেন, রেজওয়ান হোসেন বাহার প্রমুখ।

সমাবেশে বক্তারা দাবি আদায় না হলে ৮ ঘণ্টা রাজপথ ও রেলপথ অবরোধসহ ঈদের জামাত রাজপথে আদায় করে লাগাতার অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন।

এদিকে খুলনা-যশোর মহাসড়ক অবরোধের কারণে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ঈদে ঘরমুখো মানুষ সড়কে আটকা পড়েছেন। তারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। কিন্তু অবরোধ প্রত্যাহারে প্রশাসনের কোনো উদ্যোগ না থাকায় সমস্যা আরও প্রকট আকার ধারণ করছে।

 

 

 


রাইজিং বিডি/খুলনা/২২ সেপ্টেম্বর ২০১৫/মুহাম্মদ নূরুজ্জামান/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়