ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের কারণে শিক্ষার মান প্রশ্নবিদ্ধ

ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ১০ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের কারণে শিক্ষার মান প্রশ্নবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দুর্নীতিগ্রস্ত কিছু শিক্ষকের কারণে শিক্ষার মান প্রশ্নবিদ্ধ হচ্ছে।

 

শনিবার রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, দেশের শিক্ষাব্যবস্থার ব্যাপক উন্নয়ন হচ্ছে। তবে দু-একটি জায়গায় এখনো সমস্যা রয়ে গেছে। বিশেষ করে, কিছু দুর্নীতিগ্রস্ত শিক্ষকের কারণে শিক্ষার মান আজ প্রশ্নবিদ্ধ। তাদের কারণে যেন শিক্ষার মান আর প্রশ্নবিদ্ধ হতে না পারে সে ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি।

 

তিনি আরো বলেন, শিক্ষকতা মহান একটি পেশা। কিছু শিক্ষক প্রাইভেট টিউশনের লোভে ক্লাশে ভালো করে পড়ান না। তারা বাসায় বাসায় গিয়ে ‍টিউশনি করান। তাদের এসব কুকর্মের বিরুদ্ধে আমরা সোচ্চার আছি।

 

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এর আগে তিনি কলেজের নবনির্মিত ডিজিটাল ল্যাবের উদ্ধোধন করেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ ডিসেম্বর ২০১৬/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়