ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

গাজীপুরে আগুন আতঙ্কে আহত ৪০

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৬, ১২ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজীপুরে আগুন আতঙ্কে আহত ৪০

হাসপাতালে অসুস্থদের কয়েকজন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে আগুন আতঙ্কে কারখানা থেকে নামতে গিয়ে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।

 

সোমবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকার বিকন নিটওয়্যার কারখানায় এ ঘটনা ঘটে।

 

আহতদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

অসুস্থ একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে

 

কারখানার অপারেটর মো. বায়েজিদ জানান, সকাল ৯টার দিকে ৯তলা বিশিষ্ট কারখানার দ্বিতীয় তলায় একটি শব্দ হয়। এ সময়  কারাখানার সাইরেন বাজানো হয়। সাইরেনের শব্দ পেয়ে তাড়াহুড়ো করে সিড়ি দিয়ে নামতে গিয়ে শ্রমিকরা আহত হন।

 

জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. হাসিবুল ইসলাম জানান, কারখানায় আগুন লাগেনি। বিদ্যুতের লাইনে স্পার্কিয়ের ঘটনা ঘটেছে।

 

 

রাইজিংবিডি/গাজীপুর/১২ ডিসেম্বর ২০১৬/হাসমত আলী/উজ্জল  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়