ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইব্রায় রক্ষা ম্যানইউর

শামীম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৩, ২৮ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইব্রায় রক্ষা ম্যানইউর

ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রাতে পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তারকাসমৃদ্ধ দল নিয়ে মৌসুমের মাঝপথে এসেও জয়ের ধারা অব্যাহত রাখতে পারছে না দলটি।

 

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে সবশেষ ম্যাচে ওয়েস্টহাম ইউনাইটেডের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছে ম্যানইউ। রোববার রাতে প্রতিপক্ষের ফুটবলার দিয়াফ্রা সাকোর গোলে ম্যাচের ২ মিনিটেই পিছিয়ে পরে হোসে মরিনহোর দল।

 

ম্যাচের শুরুতেই এমন গোলে পিছিয়ে স্তব্দ হয়ে যায় ওল্ড ট্রাফোর্ডের গ্যালারি। চেনা কন্ডিশনের ওয়েস্টহামের বিপক্ষে
গোলের জন্য বেশ লড়াই করতে হয়েছে তাদের।

 

তবে প্রথমার্ধেই দলের অন্যতম সেরা স্ট্রাইকার ইব্রার গোলে রক্ষা হয় ম্যানইউর। ম্যাচের ২১ মিনিটেই পল পগবার অ্যাসিস্ট থেকে দারুণ এক গোল করে দলকে সমতায় ফেরান সুইডিশ এ তারকা। প্রথমার্ধে ১-১ ব্যবধানে থেকেই বিরতিতে যায় দু’দল। 

 

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমনে এগিয়ে থাকলেও কোনো গোলের দেখা পায়নি ম্যানইউ।ম্যাচের শেষ সময় পর্যন্ত দু’দল গোলের জন্য বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোল হয়নি। ফলে ১-১ ব্যবধানের গোলে পয়েন্ট ভাগ করেই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

 

এ ম্যাচ ড্রয়ের ফলে ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে ম্যানইউ। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চেলসি রয়েছে টেবিলের চূড়ায়।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ নভেম্বর ২০১৬/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়