ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লক্ষ্মীপুরে দুটি বাসের সংঘর্ষে নিহত ১

পলাশ সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৬, ১৬ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লক্ষ্মীপুরে দুটি বাসের সংঘর্ষে নিহত ১

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাস চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ যাত্রী।

 

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-রায়পুর মহাসড়কের লক্ষ্মীপুর সদর উপজেলার চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

তবে নিহত বাস চালকের নাম, পরিচয় পাওয়া যায়নি। তার মৃতদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রয়েছে। আহতরা হলেন- ফারুক হোসেন, মামুনুর রশিদ, সুমন, শহাজান ও মামুন। অন্যদের নাম জানা যায়নি। তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ফেনীগামী শতাব্দী পরিবহণের একটি যাত্রীবাহী বাস লক্ষ্মীপুর সদর উপজেলার চরচামিতা এলাকা পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা ইকোনো পরিবহণের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শতাব্দী পরিবহণের চালক নিহত হন। দুটি বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছে।

 

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক বলেন, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাস চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

 

 

রাইজিংবিডি/লক্ষ্মীপুর/১৬ ডিসেম্বর ২০১৬/পলাশ সাহা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়