ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স্পেন ও ইতালি মুখোমুখি রাতে

ইতিহাসের পুনরাবৃত্তি, না প্রতিশোধ?

পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৪, ২৭ জুন ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইতিহাসের পুনরাবৃত্তি, না প্রতিশোধ?

ক্রীড়া ডেস্ক : ইউরোর শেষ ষোলোতে আজ স্পেনের মুখোমুখি হওয়ার আগে কি ২০১২ ইউরো ফাইনালের স্মৃতিই ভেসে উঠছে ইতালির সামনে? উঠতেই পারে!

 

কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামে গত ইউরোর সেই ফাইনালে যে ইতালিকে একরকম গুঁড়িয়ে দিয়ে শিরোপা উৎসবে মেতেছিল স্পেন। ইতালিয়ানরা উড়ে গিয়েছিল ৪-০ গোলে।

 

প্যারিসের স্টাডে ডি ফ্রান্সে আজ রাতে যেন ২০১২ ইউরো ফাইনালের রি-ম্যাচ। দুই ফেবারিট স্পেন ও ইতালির একটিকে বিদায় নিতে হবে ফ্রান্স থেকে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

 

স্পেনের টানা তৃতীয় শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখার ম্যাচ এটি। আর ইতালির অস্তিত্ব রক্ষার।

 

২০১২ ফাইনালে ইতালিকে হারানোর আগে ২০০৮ ফাইনালে জার্মানিকে হারিয়ে শিরোপা জিতেছিল স্পেন। হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এবারের ইউরো অভিযান শুরু করে ২০১০ সালের বিশ্বকাপ জয়ী দলটি।

 

প্রথম ম্যাচে চেক রিপাবলিককে হারিয়ে এবারের ইউরো অভিযান শুরু করা স্পেন দ্বিতীয় ম্যাচে তুরস্ককে ৩-০ গোলে উড়িয়ে দেয়। কিন্তু গ্রুপপর্বের শেষ ম্যাচে তারা ক্রোয়েশিয়ার কাছে হেরে যায় ২-১ গোলে। ওটাই যা একটু চিন্তার ভাঁজ ফেলবে স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্কের কপালে।

 

অন্যদিকে ইতালি প্রথম ম্যাচে বেলজিয়ামকে ২-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে সুইডেনকে হারায় ১-০ গোলে। কিন্তু শেষ ম্যাচে তারাও হেরে যায় রিপাবলিক অব আয়ারল্যান্ডের কাছে, ১-০ গোলে।

 

অতীত পরিসংখ্যানে দুই দলই সমানে সমান। এখন পর্যন্ত ৩৪ বারের দেখায় দুই দলই জিতেছে সমান ১০টি করে ম্যাচ। বাকি ১৪ ম্যাচ ড্র। তবে ইউরোর নকআউট পর্বে স্পেনের বিপক্ষে আগের দুবারের দেখায় দুবারই হেরেছে ইতালি। ২০১২ ফাইনালে হারের আগে ২০০৮ সালে শেষ আটে হারে টাইব্রেকারে।

 

আজ কী হবে? স্পেনের ইতিহাসের পুনরাবৃত্তি নাকি ইতালির প্রতিশোধ? স্পেনের টানা তৃতীয় ইউরো শিরোপা লড়াইয়ে টিকে থাকা নাকি সর্বশেষ ১৯৬৮ সালে ইউরো জেতা ইতালির কোয়ার্টার ফাইনালে চলে যাওয়া? সব প্রশ্নেরই জবাব মিলবে কয়েক ঘণ্টা পর!  

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুন ২০১৬/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়