ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইবির প্রধান প্রকৌশলী ওএসডি

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ১০ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইবির প্রধান প্রকৌশলী ওএসডি

মকবুল হোসেন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান প্রকৌশলী মকবুল হোসেনকে দায়িত্বে অবহেলার দায়ে ওএসডি করা হয়েছে।

এ ছাড়া এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন ও সংস্কারমূলক কাজে অবহেলা ও অনিয়মের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মকবুল হোসেনকে ওএসডি করা হয়েছে।

একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী অফিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুস সালামকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়াও এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটিতে ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামানকে আহ্বায়ক করা হয়েছে।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।



রাইজিংবিডি/কুষ্টিয়া/১০ জানুয়ারি ২০১৭/কাঞ্চন কুমার/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়