ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মিয়ানমারে হত্যা বন্ধের আহ্বান খেলাফত মজলিসের

আসাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ৯ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিয়ানমারে হত্যা বন্ধের আহ্বান খেলাফত মজলিসের

নিজস্ব প্রতিবেদক : খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

 

শুক্রবার বিকেলে রাজধানীর বিজয়নগরে খেলাফত মজলিসের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়েজিত এক  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, মিয়ানমারের সরকার ও সেনাবাহিনীর বর্বর আক্রমণে সাধারণ রোহিঙ্গা নারী, পুরুষ, শিশুরা নির্মমভাবে নিহত হচ্ছে। রোহিঙ্গাদের গ্রামের পর গ্রাম ঘর-বাড়ি, জ্বালিয়ে দেওয়া হচ্ছে। পালিয়েও প্রাণ বাঁচাতে পারছে না রোহিঙ্গারা। নাফ নদীতে রোহিঙ্গাদের নৌকা ডুবিয়ে দেওয়া হচ্ছে।

 

তিনি আরো বলেন, মিয়ানমারে এভাবে একটা জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে আর বিশ্ব সম্প্রদায় তা তাকিয়ে তাকিয়ে দেখছে, যা অত্যন্ত দুঃখজনক। নির্যাতন বন্ধে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। মানবতাবিরোধী এ অমানবিক আচরণ বন্ধে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপসহ সব বিকল্প পদক্ষেপ গ্রহণ করতে হবে। 

 

সংগঠনের ঢাকা মাহনগর সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর  হোসাইন, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক আবদুল হালিম, অধ্যাপক মো. আবদুল জলিল, হাফেজ মাওলানা নূরুল হক, জহিরুল ইসলাম, তাওহিদুল ইসলাম তুহিন, অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমদ, আবদুল হাফিজ খসরু, মোস্তাফিজুর রহমান ইরান, মো. আবুল হোসেন, অ্যাডভোকেট সৈয়দ মুহাম্মদ সানাউল্লাহ প্রমুখ।

 

রাইজিংবিডি/ঢাকা/৯ ডিসেম্বর ২০১৬/আসাদ/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়