ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইরান পরমাণু কর্মসূচি নিয়ে নতুন চুক্তির ইঙ্গিত

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৬, ২৫ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইরান পরমাণু কর্মসূচি নিয়ে নতুন চুক্তির ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন ‍চুক্তির ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।

২০১৫ সালে করা ইরান পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র সফররত ম্যাক্রোর সঙ্গে মঙ্গলবার আলোচনার পর ট্রাম্প বলেন, ‘এ বিষয়ে আরো বড় কিছু হতে পারে, হয়তবা নতুন চুক্তিও।’

ম্যাক্রো জানান, নতুন চুক্তিতে ইরানের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র এবং মধ্যপ্রাচ্যে এর ভূমিকা অন্তর্ভুক্ত হতে পারে।

ইরান সতর্ক করে দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিলে ‘কঠোর পরিস্থিতির’ সৃষ্টি হতে পারে।

২০১৫ সালে অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়ার শর্তে নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে চুক্তিতে আসে ইরান।

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ মে। ট্রাম্প এ চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে গড়িমসি করছেন।

তথ্য : বিবিসি ও রয়টার্স

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়