ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দক্ষিণের লক্ষ্মী

আমিনুল ই শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৩, ১৮ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দক্ষিণের লক্ষ্মী

লক্ষ্মী রাই

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণের মডেল অভিনেত্রী লক্ষ্মী রাই। ভারতের একাধিক ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় নৈপুণ্য আর গ্ল্যামার গুণে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।

 

এ পর্যন্ত বিভিন্ন ভাষার অর্ধ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন লক্ষ্মী। অধিকাংশ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেও ২০১৩ সালে ব্যালুপু সিনেমায় আইটেমকন্যা হিসেবে কোমর দোলান লক্ষ্মী।

 

তামিল, তেলেগু, মালায়লামসহ বিভিন্ন ভাষার চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করলেও হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিষেক ঘটেনি এই অভিনেত্রীর। বলিউডের আলোচিত জুলি-টু সিনেমায় অভিনয় করছেন তিনি।

 

দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ হলেও বলিউডের দর্শকের কাছে অপরিচিত মুখ লক্ষ্মী। তাই নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছেন জুলি-টু সিনেমায়। এতে তাকে বেশ খোলামেলা চরিত্রে দেখা যাবে। জনপ্রিয় এই অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।     

 

ভারতের কর্ণাটকের বেলগাউমে জন্মগ্রহণ করেন লক্ষ্মী রাই

 

১৫ বছর বয়স থেকে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন লক্ষ্মী

 

২০০৫ সালে তামিল ভাষার কারকা কাসাদারা সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে এই অভিনেত্রীর

 

২০০৫ সালে কাঞ্চনমালা ক্যাবল টিভি সিনেমার মাধ্যমে তেলেগু ভাষার চলচ্চিত্রে অভিষেক ঘটে লক্ষ্মীর   

 

২০০৫ সালে বাল্মীকি সিনেমার মাধ্যমে কন্নড় ভাষার সিনেমায় পা রাখেন লক্ষ্মী

 

২০০৭ সালে রক এন রোল সিনেমার মাধ্যমে মালায়লাম ভাষার চলচ্চিত্রে অভিষেক ঘটে এই অভিনেত্রীর

 

লক্ষ্মী অভিনীত ক্রিশ্চিয়ান ব্রাদার্স সিনেমাটি ২০১১ সালে মুক্তি পায়। মালায়লাম ভাষার এই সিনেমাটি ব্যাসায়ীকভাবে অনেক সফলতা লাভ করে

 

রক এন রোল সিনেমায় অভিনয় করে ‘বর্ষসেরা নতুন মুখ’ পুরস্কার লাভ করেন লক্ষ্মী। এছাড়াও ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডসহ বেশ কিছু পুরস্কার লাভ করেন এই অভিনেত্রী

 

২০১৬ সালে বলিউডের আকিরা সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেন লক্ষ্মী। তবে বহুল আলোচিত জুলি টু সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে লক্ষ্মীর। এ সিনেমার জন্য নিজের ১০ কেজি ওজন কমিয়েছেন তিনি। ওজন ঝরাতে গিয়ে অসুস্থও হয়ে পড়েছিলেন এই অভিনেত্রী

 

  

রাইজিংবিডি/ঢাকা/১৮ অক্টোবর ২০১৬/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়