ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইয়াকুব মেমনের ফাঁসি কার্যকর

ইভা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৮, ৩০ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইয়াকুব মেমনের ফাঁসি কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাই শহরে বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসী হামলায় অভিযুক্ত ইয়াকুব মেমনের ফাঁসি কার্যকর করেছে ভারত।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নাগপুর কেন্দ্রীয় কারাগারে ফাঁসি কার্যকর করা হয়েছে।

এর আগে, ভোর ৫টায় দেশটির সুপ্রিম কোর্ট তার শেষ মুহূর্তের ফাঁসি কার্যকর না করার আবেদন বাতিল করে দেন। এই প্রথমবারের মতো আদালত চত্বরে মধ্যরাতে কোনো শুনানি অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

১৯৯৩ সালে মুম্বাইয়ের শেয়ারবাজার, একটি সিনেমা হল ও দুটি মার্কেটে সিরিজ বোমা হামলা চালানো হয়। এতে ২৫৭ জন নিহত হন এবং আহত হন ৭১৩ জন।

মুম্বাইয়ের একটি আদালত ২০০৭ সালে মেমনের মৃত্যুদণ্ডাদেশ দেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হলেও হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট তা খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। পরে মেমন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে চলতি বছরের শুরুতে প্রাণভিক্ষার আবেদন করেন। প্রণব মুখার্জি ওই আবেদন নাকচ করে দেন।

হামলার মূল পরিকল্পনাকারী মেমনের ভাই টাইগার ইয়াকুব ও মাফিয়া ডন দাউদ ইব্রাহিম ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

সূত্র : এনডিটিভি

 


 

রাইজিংবিডি/ঢাকা/৩০ জুলাই ২০১৫/ইভা/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়