ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঈদ-ভ্রমণের প্রস্তুতি এবং সতর্কতা

ফেরদৌস জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩০, ২৬ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈদ-ভ্রমণের প্রস্তুতি এবং সতর্কতা

ফেরদৌস জামান

ঈদের ছুটিতে পরিবার, আত্মীয়-স্বজন বা বন্ধুদের নিয়ে হয়তো কোথাও বেড়াতে যাবেন ভাবছেন। আপনার ভ্রমণ নিরাপদ করে তুলতে যে বিষয়গুলো মনে রাখা  উচিত বা যেগুলো মেনে পথ চলতে হবে সে সমস্ত প্রয়োজনীয় তথ্য নিয়েই এই লেখা। পাঠক চলুন, জেনে নেওয়া যাক সেই তথ্যগুলো।

ভ্রমণের আগে করণীয়:
বাসের যে সিটে বসে জার্নি করতে স্বাচ্ছন্দ বোধ করেন, সেই সিটটির রিজার্ভেশন নিশ্চিত করুন।
টিকিট কনফার্ম করার পর ভালোভাবে দিন, তারিখ ও সময় দেখে নিন।
যদি কোনো টুর অপারেটরের সাহায্য ছাড়াই ভ্রমণ পরিকল্পনা করে থাকেন, তাহলে থাকার জায়গা কোথায় হবে নিশ্চিত হয়ে নিন। ফোনে বা ইন্টারনেটে আগে থেকেই রিজার্ভেশন নিশ্চিত করে রাখুন।
ভ্রমণে যাওয়ার কয়েক দিন পূর্বে প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকা প্রনয়ণ করুন। তারপর তালিকা ধরে সব কিছু গুছিয়ে রাখুন।
আপনার ভ্রমণ পরিকল্পনা কাছের মানুষদের অবহিত করুন। প্রয়োজনে গন্তব্যের ঠিকানা রেখে যাবেন।  
প্রয়োজনীয় জিনিসপত্র কেনার কাজ যাত্রার দুদিন আগেই সেরে ফেলুন। শেষ সময়ে কেনাকাটায় ঝামেলা বাড়ে, তাতে করে অনেক কিছুই বাদ পরে যাওয়ার আশঙ্কা থাকে।
ভ্রমণের মেয়াদ কত দিন হবে সে হিসাব করে জায়গা নির্বাচন করুন।
যেখানে যাবেন যাওয়ার আগে অবশ্যই প্রয়োজনীয় তথ্যাদী জেনে নিতে ভুল করবেন না। সেখানে আগে কেউ গিয়ে থাকলে তার সাথে আলাপ করা অথবা সেখানে পরিচিত কেউ থাকলে যোগাযোগ করে নিলে বিপদে কাজে লাগবে।
প্রয়োজনীয় ওষুধ অবশ্যই সঙ্গে রাখবেন।
ভ্রমণের সময় ব্যাগ যত হালকা হয় তত ভালো। এখন গরমের সময় তাই যতটা সম্ভব হালকা ধরনের পোশাক নেয়া উচিত। একেক জায়গার আবহাওয়া একেক রকম। সুতরাং অঞ্চল বুঝে পোশাক নির্বাচন করুন।
ট্রাভেল ব্যাগের সাথে ছোট হ্যান্ড ব্যাগ অথবা পিঠে ঝুলানো ছোট ব্যাগ নিতে পারেন। সাইট সিং করতে তাতে ক্যামেরা, নোটবুক, কিছু হালকা খাবার রাখতে পারবেন।
যেখানে যাওয়ার পরিকল্পনা করেছেন, সেখানে ফোনের নেটওয়ার্ক আছে কি না, জেনে নিন। থাকলে অপারেটর বুঝে সিম কার্ড সাথে নিন।
একটি নোটবুকে নিজের নাম ঠিকানা ও প্রয়োজনীয় ফোন নাম্বারগুলো লিখে রাখুন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে কাজে লাগবে।
ভ্রমণের সময় দামি অলংকার ব্যবহার করা ঠিক নয়।
ক্যাম্পিং করার পরিকল্পনা থাকলে সঙ্গে করে তাবু ও পেনি স্টোভ নিয়ে নিন। ইউটিউব থেকে স্টোভ বানানোর পদ্ধতি ও ব্যবহর বিধি জেনে নিন।
ভ্রমণের আগে ভরপেট খাবার গ্রহণ না করাই উত্তম। ব্যাগে মুখরোচক কিছু খাবার রাখুন। আর হ্যাঁ, পানি রাখতে ভুল করবেন না।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়