ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ঈদ রঙিন দিন

জি এম বেল্লাল হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৭, ৮ জুলাই ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈদ রঙিন দিন

অলংকরণ : অপূর্ব খন্দকার

জি এম বেল্লাল হোসেন

এসো হে ঈদ নবজাতকের হৃদয়ের আঙিনায়,

মেহেদী হাতে, আলতা পায়ে রঙধনু পোশাকে

দাঁড়িয়ে ধুসর পাহাড়ের চূড়ায়- চারিদিক রঙিন করে।

 

এসো হে ঈদ- হৃদয়ের গহীনে,

রঙ-বেরঙের ডিঙ্গি নৌকায়,

আঁধারে জোনাকিরা দল বেঁধে-

পথ চলে চারিদিক; রঙিন রাত।

 

এসো হে ঈদ- হাট-বাজার নব সাজে,

পুরাতন জমিদারি ঘরে বাইরে অচেনা,

কিসের যেন ঘ্রাণ এসে মুছে দিয়ে যায়

সব ব্যথা- চারিদিক রঙিন মুহূর্ত।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ জুলাই ২০১৪/তাপস রায়

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়