ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঈদুল আজহা ২ সেপ্টেম্বর

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ২৩ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈদুল আজহা ২ সেপ্টেম্বর

জ্যেষ্ঠ প্রতিবেদক : আগামী ২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে বাংলাদেশে ২ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে।

বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এই ঘোষণা দেন। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী।

বৈঠক শেষে ধর্মমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের আকাশে আজ ১৪৩৮ হিজরি সনের পবিত্র জিলহজ  মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী ২ সেপ্টেম্বর শনিবার পবিত্র ঈদুল আজহা।’ তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা হযরত ইব্রাহীম (আ.) এর ত্যাগের স্মৃতি অনুসরণ করে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নিজ সামর্থ অনুযায়ী শরীয়ত মতে পশু কোরবানি দেন।

চাঁদ দেখা কমিটির বৈঠকে ঢাকা আলিয়া মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ্দিন আহমদ,  ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হাফিজুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. শাখাওয়াত হোসেন, ওয়াকফ প্রশাসক (ভারপ্রাপ্ত) দেওয়ান মো. আবদুস সামাদ, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. ছাইফুল ইসলাম, অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ফজলে রাব্বী, ধর্মসচিবের একান্ত সচিব মো. গোলাম মওলা, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।



আরো পড়ুন :



রাইজিংবিডি/ঢাকা/২৩ আগস্ট ২০১৭/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়