ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঈদে চাঁদের জামা || রণজিৎ সরকার

রণজিৎ সরকার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২১, ১৮ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈদে চাঁদের জামা || রণজিৎ সরকার

চাঁদ ভীষণ চিন্তায় পড়েছে। চাঁদ ভাবে, আমাকে দেখে ঈদ উপলক্ষে সবাই নতুন নতুন জিনিস তৈরি করে। ঈদের দিন নতুন পোশাক পরে। নতুন পোশাকে তাদের কত সুন্দর দেখা যায়। সবাই নতুন পোশাক পরে কত্ত মজা করে। আমারও খুব ইচ্ছা করে নতুন পোশাক পরতে। কিন্তু আমার পোশাক কীভাবে তৈরি হবে। কে আমার পোশাকের মাপ নেবে। কে কাপড় কিনবে। কে দরজি ডেকে নিয়ে আসবে। কাকে বলা যায়। যে আমার উপকার করতে পারে!

 

মনে পড়েছে, মেঘকে বলতে হবে। কারণ মেঘ তো সারা দিন রাত সব সময় ঘুরে বেড়ায়। মেঘকে দিয়েই কাজটা করাতে হবে।

 

চাঁদ একদিন মেঘকে ডাকল।
মেঘ বলল, ‘আমাকে ডেকেছ?’
চাঁদ বলল, ‘হ্যাঁ, ডেকেছি।’
‘কেন ডেকেছ? আমার কি অপরাধ হয়েছে?’
‘অপরাধ তো মাঝে মাঝে করো।’
‘কী অপরাধ হয়েছে। অপরাধের কথাটা আমাকে খুব দ্রুত বলো?’
‘অবশ্যই বলব।’
‘তাড়াতাড়ি বলো, কী অপরাধ করেছি?’
‘অপরাধ করেছ, তা হলো, আমি মাসে একবার পরিপূর্ণতা লাভ করি।’
‘এটা তো পৃথিবীর সবাই জানে। আমিও জানি।’

 

‘এই একটা রাত আমাকে দেখার জন্য পৃথিবীর কত মানুষ অপেক্ষা করে। কিন্তু তুমি মাঝে মাঝেই আমাকে দেখতে দাও না। কারণ তুমি ঢেকে দাও। তোমার জন্য অনেকেই আমাকে দেখতে পারে না। এটাই তোমার বড় অপরাধ।’

 

মেঘ দুঃখ করে বলল, ‘কী করব? আমারও তো কিছু করার নাই। এই জন্যই কি আমাকে ডেকেছ?’
‘না, তোমাকে সেজন্য ডাকিনি। ডেকেছি অন্য একটা কাজের জন্য।’
‘কী কাজ?’
‘বলছি, তুমি আবার আমার কথা শুনে হেসো না। আমার খুব শখ আমি নতুন জামা পরব।’
মেঘ হেসে বলল, ‘তোমার শখ দেখে মরে যাই, তুমি নতুন জামা পরবে?’
‘হ্যাঁ, আমার খুব ইচ্ছে হচ্ছে। তুমি লক্ষ্য করে দেখ, পৃথিবীর সবারই পরিবর্তন হয়। তুমি যেমন মাঝে মাঝে কখনো কালো, কখনো সাদা, কখনো সাত রঙের আকার ধারণ করো।’
‘কিন্তু তুমি কি কখনো নিজের কথা চিন্তা করেছ?’
‘কী চিন্তা?’

 

‘তোমার সাইজের কোনো ঠিক নেই। কারণ তুমি পনের দিন বড় হয়ে পূর্ণিমার রাতে তুমি পরিপূর্ণতা লাভ করো। কিন্তু তারপর থেকে পনের দিন পর ছোট হতে থাক। এটা কি কখনো ভেবেছ?’

 

‘তা তো ভেবে দেখিনি। তবে এটা জানি আমার আকার কিন্তু একটাই। সূর্যের আলো প্রতিফলিত হয়ে আমাকে দেখা যায়। যখন এক পাশ থেকে অল্প আলো প্রতিফলিত হয় তখন আমাকে দেখা যায় সরু আর যখন পুরোটা প্রতিফলিত হয় তখন আমাকে দেখায় বিশাল।’
‘তাই।’
‘এবার তুমি ব্যবস্থা করো।’
‘আচ্ছা, বিষয়টা দেখছি।’

 

মেঘ মহাবিপদে পড়ে গেল। কী করবে। কোনো কিছু ভেবে পায় না।
মেঘ চিন্তায় চিন্তায় বিভিন্ন রূপ ধারণ করছে। কিন্তু কোনো কিছু সমাধান খুঁজে পাচ্ছে না। চাঁদকে কী বলবে।
চাঁদ আবার একদিন মেঘকে ডেকে বলল, ‘কী মেঘ। তোমার তো কোনো খবর পাচ্ছি না। আমার ইচ্ছেটা কি পূরণ করবে না। যদি পূরণ না করো তাহলে কিন্তু সবার কপালে বিপদ আছে।’

 

মেঘ বলল, ‘তুমি এত চিন্তা করছ কেন? একটু ধৈর্য ধরো। ধীরে ধীরে সব হবে। কারিগর খুঁজতে হবে। তুমি কোন রঙ পছন্দ করো। সে সব কিন্তু তুমি কিছুই বলোনি। আমাকে না বললে তা কোনোভাবে সম্ভব না।’
চাঁদ বলল, ‘আমার কোনো পছন্দ নেই। আমার শখ শুধু নতুন জিনিস পরা।’
মেঘ বলল, ‘ও আচ্ছা। তাহলে আমার পছন্দ অনুযায়ী হবে। আমি কয়েকদিন ভাবি। কোন রঙের জিনিস পরলে তোমাকে মানাবে।’
‘আচ্ছা, বেশি দিন সময় দেওয়া যাবে না। মাত্র দুই দিন ভেবে আমাকে বলবে।’
‘আচ্ছা, দুইদিন পর তোমাকে বলব। তুমি কোনো চিন্তা করো না।’
‘তাহলে দুদিন পর আমার ইচ্ছাটা পূরণ হবে।’
‘আশা করছি। আজ তবে যাই।’
‘আচ্ছা, আজ যাও। ভালো করে ভেবে আমার কাছে চলে এসো।’
‘আচ্ছা আসব।’
‘মেঘ মহাবিপদে পড়ে গেল। কী করবে। চাঁদের দাবি কি পূরণ করা সম্ভব!’
মেঘ ভাবতে থাকে। হঠাৎ বুদ্ধি পেয়ে যায়।

 

চাঁদ মেঘকে ডাকল। মেঘ মুচকি হাসি দিয়ে দেখা করল।
চাঁদ বলল, ‘কী খবর মেঘ। খুঁজে পেয়েছ?’
মেঘ বলল, ‘আমার কিছু কথা আছে।’
চাঁদ বলল, ‘কী কথা, বলো।’
মেঘ বলল, ‘রাগ করবে না তো?’
চাঁদ বলল, ‘কী এমন কথা বলবে, তোমার কথা শুনে রাগ করব কেনো? বলো কোনো সমস্যা নেই।’
মেঘ বলল, ‘আচ্ছা, বলছি তাহলে। তোমার পোশাক পরা নিয়ে আমি বিভিন্ন জনের কাছে থেকে মতামত নিয়েছি।’
চাঁদ বলল, ‘তারা কী বলল?’
মেঘ বলল, ‘তারা যা বলেছে। তুমি শুনলে তুমি রাগ করবে।’
চাঁদ বলল, ‘তারা কী বলেছে খুলে বলো।’
মেঘ বলল, ‘তারা তোমার নতুন পোশাক পরা নিয়ে নানান মতামত দিয়েছে।’
চাঁদ বলল, ‘কী বলেছে। তাড়াতাড়ি বলো।’
মেঘ বলল, ‘তারা বলেছে তোমার পোশাক না পরতে।’
চাঁদ বলল, ‘কারণ কী?’
মেঘ বলল, ‘কারণ একটা আছে।’
চাঁদ বলল, ‘বিষয়টা কি সেটা বলো।’
মেঘ বলল, ‘তোমাকে পোশাক পরতে মানা করেছেন সবাই। কারণ তুমি নতুন পোশাক পরলে তোমার চাঁদমাখা মুখখানি আর কেউ দেখতে পারবে না।’
চাঁদ বুঝতে পেরে বলল, ‘ও তাই। তুমি সত্যি কথা বলেছ। আমি আর নতুন পোশাক পরব না।’
মেঘ আনন্দ বৃষ্টি নামাতে নামাতে বলল, ‘এই না হলে সবার চাঁদ মামা।’


 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ সেপ্টেম্বর ২০১৫/রণজিৎ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়