ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

উইন্ডিজ সফরে ভারতের ব্যাটিং কোচ বাঙ্গার

শামীম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩১, ২৬ জুন ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উইন্ডিজ সফরে ভারতের ব্যাটিং কোচ বাঙ্গার

ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের আসন্ন চার ম্যাচ টেস্ট সিরিজের জন্য পুনরায় ব্যাটিং কোচ নির্বাচিত হয়েছেন সঞ্জয় বাঙ্গার। এছাড়া জিম্বাবুয়ে সফরে ফিল্ডিং কোচের দায়িত্বে থাকা অভয় শর্মাকে ক্যারিবীয় সফরের জন্য পরিবর্তণ করেনি ভারত।

 

২০১৪ সালের আগস্ট থেকে ভারতীয় দলে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করে আসছেন বাঙ্গার। রবি শাস্ত্রী টিম ডিরেক্টর থাকাকালীন সময়টাতেও সফলভাবে এই দায়িত্ব পালন করেছেন তিনি।  তবে ভারতের অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তার মেয়াদ শেষ হয়। মেয়াদ শেষ হলেও জিম্বাবুয়ে সফরে সীমিত ওভারের সিরিজে অন্তবর্তীকালীন প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি।

 

নতুন কোচ অনীল কুম্বলেকে দায়িত্ব দেওয়ার পর সব কিছু ঢেলে সাজানোর চেষ্টা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কুম্বলেকে দায়িত্ব দেওয়ার দু’দিন পরেই বাঙ্গারকে আগের পদে স্থলাভিষিক্ত করা হলো। তবে স্পষ্ট করে বলা হয়েছে ক্যারিবীয় সফরে শুধুমাত্র সাত সপ্তাহের জন্যই তিনি দলের সঙ্গে কাজ করবেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে সিনিয়র স্টাফদের মধ্যে শুধু তিনিই থাকছেন। যাচাই-বাছাই শেষে পারফরম্যান্স সন্তোষজনক হলে আবারও দীর্ঘমেয়াদে ভারতীয় দলে দায়িত্ব পেতে পারেন তিনি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ জুন ২০১৬/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়