ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

উইন্ডিজের বিশ্বকাপ স্বপ্নে বড় ধাক্কা

পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১১, ১৩ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উইন্ডিজের বিশ্বকাপ স্বপ্নে বড় ধাক্কা

কাইরন পোলার্ড ও সুনীল নারিন

ক্রীড়া ডেস্ক : ভারতে আগামী মাসে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কাই খেল ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে ক্যারিবীয় স্কোয়াড থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন কাইরন পোলার্ড ও সুনীল নারিন।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুনর্বাসন প্রক্রিয়ার যথাযথ অগ্রগতি না হওয়ায় বিশ্বকাপের স্কোয়াড থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন পোলার্ড ও নারিন।

গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকার র‌্যাম স্লাম টি-টোয়েন্টি টুর্নামেন্টে হাঁটুতে চোট পেয়েছিলেন পোলার্ড। ফলে পরের মাসে বিগ ব্যাশে খেলতে পারেননি এই অলরাউন্ডার। আর এবার ছিটকে গেলেন বিশ্বকাপ থেকেও।

আর নারিন আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ থাকলেও তাকে বিশ্বকাপের স্কোয়াডে রেখেছিলেন নির্বাচকরা। নির্বাচকরা আশা করেছিলেন, বিশ্বকাপের আগেই অ্যাকশন শুধরে আবার বোলিংয়ের অনুমতি পাবেন এই অফ স্পিইনার। কিন্তু সে আশাও শেষ পর্যন্ত আলোর মুখ দেখল না।

২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলে পোলার্ড আর নারিনও ছিলেন। কিন্তু এবার টুর্নামেন্ট শুরুর আগেই শেষ হয়ে গেল তাদের বিশ্বকাপ স্বপ্ন।    

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৬/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়