ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

উখিয়ায় বাঁশবোঝাই ট্রাক খাদে, নিহত ৪

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৩, ১৬ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উখিয়ায় বাঁশবোঝাই ট্রাক খাদে, নিহত ৪

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় বাঁশবোঝাই ট্রাক খাদে পড়ে ছিটকে পড়া বাঁশের চাপায় পড়ে ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো চারজন।

সোমবার সকাল সাড়ে ১০টায় উখিয়ার বালুখালী কাস্টমস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে আহতদের উখিয়ার এমএসএফ ও রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল বলেন, ‘সকালে বাঁশবোঝাই একটি ট্রাক উখিয়া যাওয়ার পথে বালুখালী কাস্টমস এলাকায় গেলে খাদে পড়ে যায়। ফলে ট্রাক থেকে ছিটকে পড়া বাঁশগুলোতে চাপা পড়ে রাস্তার থাকা যাত্রীবাহী ইজিবাইক। পরে স্থানীয়রা বাঁশগুলো সরিয়ে ইজিবাইকের ১০ যাত্রীকে উদ্ধার করে রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনজন নারী ও এক শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। আহত চারজন যাত্রীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।’

দুর্ঘটনার পর কক্সবাজার-টেকনাফ সড়কের প্রায় আট কিলোমিটারে দীর্ঘ যানজট লেগে যায়। যানজট নিরসনে পুলিশ কাজ করছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল।

 

 

 

রাইজিংবিডি/কক্সাবাজার/১৬ জুলাই ২০১৮/সুজাউদ্দিন রুবেল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়