ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

উটের রেসলিং ও সুন্দরী প্রতিযোগিতা

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৪, ১৭ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উটের রেসলিং ও সুন্দরী প্রতিযোগিতা

উটের রেসলিং

অন্য দুনিয়া ডেস্ক : ষাঁড়ের লড়াই, মোরগ লড়াইয়ের কথা তো অনেক শুনেছেন। কিন্তু উটের লড়াইয়ের কথা কী কখনো শুনেছেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। গত ২ হাজার বছরেরও বেশি সময় ধরে তুরস্কে প্রতি বছর বার্ষিক উৎসবে এমন লড়াইয়ের আয়োজন করা হয়।

প্রতি বছর তুরস্কের ইজমির শহরে সেলসুক এফেসাস ক্যামেল রেসলিং ফেস্টিভালের আয়োজন হয়। ১০০টিরও বেশি উট এই প্রতিযোগিতায় অংশ নেয়। ২ হাজার ৪০০ বছর আগে নোমাডিক তুর্কি উপজাতিদের দ্বারা এই রেসলিংয়ের সূচনা হয়েছিল। লড়াইয়ে দুটি উট মুখোমুখি হয়। লড়াইয়ের সময় উটের তত্ত্বাবধায়করা আশপাশেই থাকেন। যদি এই লড়াই খারাপ দিকে মোড় নেই, সঙ্গে সঙ্গে তারা উট দুটিকে আলাদা করে দেন।


লড়াই সাধারণত ১০ মিনিট পর্যন্ত চলতে থাকে। যে উটটি মাটিতে পড়ে যায় অথবা পালিয়ে যায় সেটিকে পরাজিত উট হিসেবে বিবেচনা করা হয়। এই প্রতিযোগিতার জন্য উটগুলোকে বিশেষ প্রজনন এবং ট্রেনিং দেওয়া হয়।

এছাড়া উৎসবে উটের প্যারেড ও সুন্দরী প্রতিযোগিতাও হয়ে থাকে। দেড় শতাধিক উট এতে অংশ নেয়। উৎসবে দর্শক সংখ্যাও কিন্তু কম হয় না। ২০ হাজারেরও বেশি দর্শক প্রতিযোগিতা উপভোগ করেন।

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ জানুয়ারি ২০১৭/মারুফ/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়