ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

উত্তরায় অস্ত্র উদ্ধার : ৭ মাসেও সূত্র পায়নি পুলিশ

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ১৭ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উত্তরায় অস্ত্র উদ্ধার : ৭ মাসেও সূত্র পায়নি পুলিশ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পর প্রায় ৭ মাস কেটে গেছে। কারা, কী উদ্দেশ্যে, কোথা থেকে অস্ত্রগুলো এনেছে- এখনো তার তথ্য তালাশ করছে পুলিশ। তদন্তে তেমন অগ্রগতি হয়নি। ওই ঘটনায় কাউকে গ্রেপ্তারও করতে পারেনি আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত ১৮ জুন রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টরে বৌদ্ধমন্দিরের পাশের দিয়াবাড়ি খাল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ৯৫টি ৭.৬২ বোরের পিস্তল, দুটি নাইন এমএম পিস্তল, ১০ হাজার ৬০টি গুলি,  ১০টি বেয়নেট এবং ১০৪টি গুলি বানানোর ছাঁচ।পুলিশ, ফায়ার সার্ভিস ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে।

এ ঘটনায় উত্তরা থানায় মামলা করে পুলিশ। মামলাটি এখন তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান বলেন, ‘অস্ত্রগুলো কারা কী উদ্দেশ্যে এনেছিল, তা জানতে একজন তদন্ত কর্মকর্তা সার্বক্ষণিক কাজ করছেন। ইতিমধ্যে বেশকিছু তথ্যও মিলেছে। তা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

এক প্রশ্নের জবাবে ডিএমপির গণমাধ্যম শাখার এ কর্মকর্তা আরো বলেন, ‘একটি পূর্ণাঙ্গ চার্জশিট তৈরির সময় জন্য সময় তো কিছু লাগতেই পারে। পুলিশ তো একটি মামলা নিয়ে বসে থাকে না।’

জানা গেছে, ঘটনার পর ওই এলাকার কয়েকজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে তথ্য নেয় পুলিশ। দিয়াবাড়ির খালের আশপাশের বেশকিছু বাসার সিসি ক্যামেরার ফুটেজ নেন গোয়েন্দারা। এতে দেখা যায়, একটি কালো পাজেরো গাড়িতে করে ব্যাগগুলো নামানো হয়। মুহূর্তের মধ্যে গাড়িটি চলে যায়। ওই গাড়িতে কোনো নম্বর প্লেট ছিল না। গাড়িটির ব্যাপারে জানতে বিআরটিএ এবং বিভিন্ন গাড়ি বিক্রয় প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু কোথাও থেকে গাড়ির ব্যাপারে তথ্য মেলেনি। আর গাড়িটি চিহ্নিত করতে না পারায় এসব অস্ত্রের উৎসের ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

অবশ্য ঘটনার সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছিলেন, ‘কয়েক দিন আগে শেষ হওয়া পুলিশের বিশেষ অভিযানের কারণে সন্ত্রাসীরা ভয়ে অস্ত্রগুলো এখানে ফেলেছে। অস্ত্রগুলো আনার পেছনে আন্তর্জাতিক ও দেশীয় চক্রান্ত থাকতে পারে।’

প্রাক্তন পুলিশ মহাপরিদর্শক এ এম এস শাহজাহান বলেন, ‘এসব মারাত্মক অপরাধ। যারা এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত তাদের চিহ্নিত করার পাশাপাশি উৎস সন্ধান করে দৃষ্টান্তমূলক প্রতিকার করাটা খুব জরুরি। এর সঙ্গে দেশি-বিদেশি অপচক্রের যোগসাজশ থাকার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ জানুয়ারি ২০১৭/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়