ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

একই মঞ্চে প্রাচ্যনাটের দুই নাটক

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৭, ২৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
একই মঞ্চে প্রাচ্যনাটের দুই নাটক

ছবির কোলাজ

বিনোদন ডেস্ক : প্রথম সারির নাটকের দল প্রাচ্যনাট। ইতোমধ্যে প্রাচ্যনাট মঞ্চে নিয়ে এসেছে সার্কাস সার্কাস, কইন্যা, রাজা এবং অন্যান্য, কিনু কাহারের থেটার, গণ্ডার, বন মানুষ, ট্রাজেডি পলাশবাড়ি’র মতো বেশ কিছু নান্দনিক প্রযোজনা।

১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি কিছু তারুণ্যদীপ্ত নাট্যকর্মীর হাত ধরে গড়ে উঠেছিল এই দলটি। সম্প্রতি ২০ বছরে পদার্পণ করেছে প্রাচ্যনাট। এ উপলক্ষে আগামী ২৮ ফেব্রুয়ারি এবং ১ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে দলটি মঞ্চস্থ করবে বহুল জনপ্রিয় দুটি নাট্য প্রযোজনা ‘কইন্যা’ এবং 'কিনু কাহারের থেটার'।

আগামী ২৮ ফেব্রুয়ারি জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে নাটক ‘কইন্যা’। সিলেট অঞ্চলের লৌকিকতা নিয়ে নাটকটি রচনা করেছেন মুরাদ খান। নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আজাদ আবুল কালাম, ঋতু সাত্তার, শাহানা রহমান সুমি, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী সুজন, তৌফিকুল ইসলাম ইমন, তপন মজুমদার, হোসেন রেজভী, জাহাঙ্গীর আলম, জবা, রুবেল, সজীব, মিতুল, সোহেল প্রমুখ। মঞ্চ ও আলোক পরিকল্পনায়- মো. সাইফুল ইসলাম ও সংগীত পরিকল্পনায় রাহুল আনন্দ।

১ মার্চ একই হলে মঞ্চস্থ হবে প্রাচ্যনাটের আরো একটি জনপ্রিয় প্রযোজনা 'কিনু কাহারের থেটার'। মনোজ মিত্রের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। এটি প্রাচ্যনাটের ১৫তম প্রযোজনা।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন কাজী তৌফিকুল ইসলাম, সানজিদা প্রীতি, মনিরুল ইসলাম রুবেল, শাহরিয়ার ফেরদৌস সজীব, হীরা চৌধুরী, বিলকিস জাহান জবা, রফিকুল ইসলাম, রিফাত আহমেদ নোবেল, ফুয়াদ বিন ইদ্রিস প্রমুখ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ ফেব্রুয়ারি ২০১৭/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়