ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এবারও ভালো কিছু হবে : রুবেল

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ৫ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবারও ভালো কিছু হবে : রুবেল

ক্রীড়া প্রতিবেদক : ইনজুরি থেকে ফিরে বোলিং ভুলতে বসেছিলেন। আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বাজে পারফরম্যান্সের পর তৃতীয় ওয়ানডেতে বাদ। জায়গা হয়নি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও। সুযোগ পেয়ে জাতীয় লিগে খেললেও সেখানেও নেই পারফরম্যান্স। এরপর এল বিপিএল। যেখানে রুবেল হোসেন ফিরে পেল নিজেকে।

 

বিপিএলে পুরনো গতি, বৈচিত্র্য এবং অসাধারণ স্কিল প্রদর্শনীতে রুবেল জাতীয় দলে ফেরার দাবি করে রেখেছিলেন। ফলও মিলল দ্রুত। রংপুর রাইডার্সের হয়ে ১৫ উইকেট নেওয়া রুবেল সোমবার নিউজিল্যান্ড সিরিজের জন্য অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্পের দলে ডাক পেয়েছেন।

 

অবশ্য পুরনো জায়গায় ফিরে পেতে রুবেলকে ‘সাহায্য’ করেছে মোহাম্মদ শহীদের চোট। হাঁটুর চোটে মাঠের বাইরে থাকা মোহাম্মদ শহীদকে নিউজিল্যান্ড সফর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তার পরিবর্তে জায়গা দেওয়া হয়েছে রুবেলকে। সদা হাস্যোজ্জ্বল রুবেল দলে ফিরতে পেরে উচ্ছ্বসিত। মুঠোফোনে রাইজিংবিডিকে বললেন, ‘আবারও সুযোগ পেয়ে ভালো লাগছে। পারফরম্যান্স ছিল না বলেই বাদ পড়েছি। এখন আবার পারফর্ম করেই ফিরে আসলাম।’

 

নিজের বোলিং নিয়ে রুবেল বলেন, ‘পুরনো বৈচিত্র্যে ফিরে এসেছি। মাঝে ইনজুরিতে ছিলাম। তাই মাঠে ওভাবে মনযোগী হওয়ার সুযোগ ছিল না। এখন বোলিং করতে করতে নিজেকে আবারও ফিরিয়ে এনেছি। বিপিএলে ভালো করার সুযোগ ছিল। যতটুকু চেয়েছিলাম ততটুকু করতে পেরেছি।’

 

২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে দলের সঙ্গে ছিলেন রুবেল। বল হাতে দারুণ পারফরম্যান্স করেই দলকে সাফল্য এনে দিয়েছিলেন (৬ ম্যাচে ৮ উইকেট)।  ওখানকার কন্ডিশন তার অনেকটাই জানা। রুবেলের বিশ্বাস পুরনো অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাতীয় দলক জয়ের স্বাদ দিতে পারবেন, ‘ওই কন্ডিশন সম্পর্কে আমার ভালো ধারণা আছে। আশা করি ভালো কিছুই করতে পারব। অন্তত দলের সাফল্যে অবদান রাখার চেষ্টা করব।’

 

নিউজিল্যান্ডের বিপক্ষে বরাবরই দূর্বার রুবেল। ঢাকায় একটি হ্যাটট্রিকও রয়েছে তার। কিউইদের বিপক্ষে ওয়ানডেতে ৯ ম্যাচে ১৭ উইকেট নেওয়া রুবেল আত্মবিশ্বাসী, ‘এবারও ভালো কিছু হবে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/৫ ডিসেম্বর ২০১৬/ইয়াসিন/পরাগ  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়