ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

খুলনায় মাদক মামলায় পুলিশ সদস্যের যাবজ্জীবন

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ২৮ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় মাদক মামলায় পুলিশ সদস্যের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনায় মাদক মামলায় মো. জাহিদুল ইসলাম খান (৩২) নামে প্রাক্তন এক পুলিশ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকেলে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সোলায়মান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত জাহিদুল বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সাউথখালী গ্রামের আলী আজগার খানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৫ মে রাত ১১টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে একটি মোটরসাইকেলে করে পুলিশ সদস্য মো. জাহিদুল ইসলাম খান খুলনার দিকে যাচ্ছিলেন। এ সময় ৫০ বোতল ফেনসিডিলসহ পুলিশ তাকে আটক করে। ওই সময় তিনি খুলনা সদর থানায় কর্মরত ছিলেন (কনস্টেবল নম্বর ৬৬০৯)।

এ ঘটনায় ডুমুরিয়া থানার সহকারী উপপরির্শক কামরুল ইসলাম মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক মহসিন হোসেন একই বছরের  ১৬ জুন আদালতে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।



রাইজিংবিডি/খুলনা/২৮ ফেব্রুয়ারি ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়